রাজ্য

PM Narendra Modi | বিজেপি কর্মীদের 'কোমর বেঁধে তৈরি' থাকার বার্তা নমোর!

PM Narendra Modi | বিজেপি কর্মীদের 'কোমর বেঁধে তৈরি' থাকার বার্তা নমোর!
Key Highlights

অপারেশন সিঁদুরের পর প্রথমবার বঙ্গে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, আগামী বছরের বিধানসভা ভোটের আগেও এই প্রথম বাংলায় আসছেন তিনি। ফলত, এ দিনের প্রধানমন্ত্রীর সভা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ । বৃহস্পতিবার, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য,আলিপুরদুয়ার আসার আগে সিকিম সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করেছেন নমো। সিকিমে না গেলেও সেখানকার কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দুপুর ২.৩০ , ২৯শে মে : বিজেপি কর্মীদের 'কোমর বেঁধে তৈরি' থাকার বার্তা নমোর!

মোদি : ' বিজেপি কর্মীদের বলব, কোমর বেঁধে তৈরি হন। সামনে আমাদের বড় নির্বাচন। বাংলার মানুষকে সমৃদ্ধি, উন্নয়নের গ্যারান্টি দিতে হবে। আমাদের প্রয়াস বাড়াতে হবে। পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধার করতে হবে। আমরা সেটা করব এবং করেই ছাড়ব।'

দুপুর ২.২৭ , ২৯শে মে : 'সন্ত্রাসবাদ নিয়ে ভারতের পরাক্রমের চর্চা হওয়া প্রয়োজন' : মোদি

মোদি : 'সিঁদুর খেলা হয় যেখানে, সেই মাটিতে এসেছি। সন্ত্রাসবাদ নিয়ে ভারতের পরাক্রমের চর্চা হওয়া প্রয়োজন। জঙ্গি হামলার পর বাংলার মানুষেরও ক্ষোভ ছিল। আপনাদের ক্ষোভকে আমি গুরুত্ব দিয়েছি। আমাদের সেনা ওদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে। আমরা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি, যেটা পাকিস্তান কল্পনাও করতে পারিনি।'

দুপুর ২.২৫, ২৯শে মে : ' নীতি আয়োগের বৈঠকে বাংলার সরকার উপস্থিত থাকল না' : মোদি

মোদি : 'নীতি আয়োগের বৈঠকে বাংলার সরকার উপস্থিত থাকল না। আমরা বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছি। কিন্তু তৃণমলের কাজ শুধু রাজনীতি করা, আর কোনও কাজ নেই।'

দুপুর ২.২২, ২৯শে মে : কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব মোদি!

মোদি : 'বিশ্বকর্মা যোজনার জন্য রাজ্যে ৮ লক্ষ আবেদন আটকে আছে। সরকার এর উপর বসে গিয়েছে। রাজ্য সরকার এই যোজনা চালু করছে না।'

দুপুর ২.১৬, ২৯শে মে : শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে সরব প্রধানমন্ত্রী~

মোদি : 'বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে এই সরকার। সবথেকে বড় কথা, এঁরা নিজেদের ভুল মানছে না। উল্টে দেশের আদালতকে দোষারোপ করছে।'

দুপুর ২.১৫, ২৯শে মে : ‘বাংলার চিৎকার, চাই না এই নির্মম সরকার’: মোদি

মোদি : 'বাংলার মানুষকে টিএমসি সরকারের উপর ভরসা নেই। এই রাজ্যের মানুষের কাছে একমাত্র আদালতের প্রতি আস্থা আছে। পুরো বাংলা বলছে, ‘বাংলার চিৎকার, চাই না এই নির্মম সরকার।’

দুপুর ২.১২, ২৯শে মে : ' মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, সেটা বাংলার সরকারের নির্মমতার উদাহরণ' : রাজ্য সরকারকে কটাক্ষ মোদির!

মোদি : 'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, সেটা বাংলার সরকারের নির্মমতার উদাহরণ। তুষ্টিকরণের নামে গুন্ডাগিরি করা হচ্ছে। শাসক দলের বিধায়ক, নেতারাই গরিবের ঘর জ্বালিয়ে দিচ্ছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।'

দুপুর ২.০৭, ২৯শে মে : ১০ বছরে বাংলার উন্নয়নের জন্য হাজার কোটি টাকা খরচ করেছে : মোদি

মোদি : '১০ বছরে বাংলার উন্নয়নের জন্য হাজার কোটি টাকা খরচ করেছে। পশ্চিমবঙ্গের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের অনেক বড় দায়িত্ব আছে। আপনারা সকলে বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন। পশ্চিমবঙ্গ একসঙ্গে একাধিক সংকটে ভুগছেন।'

দুপুর ২.০৭, ২৯শে মে : সভায় বক্তব্য রাখছেন মোদি!

মোদি : 'বড়রা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালোবাসা নেবেন। বাংলার মানুষকে অভিনন্দন জানাচ্ছি। আজকের তেনজিং নোরগেজি এভারেস্টে নিজের পা রেখেছিলেন। ওঁর সম্মানে আমরা দেশের পতাকা ওড়াবো। দেশের প্রতিটি নাগরিক ভারতকে বিকশিত রাষ্ট্র বানানোর জন্য কাজ করছেন। ভারতকে বিকশিত হতে হলে পশ্চিমবঙ্গকেও বিকশিত হতে হবে।'

বেলা ১.৫৭, ২৯শে মে : ‘বাংলার বিজেপি কর্মীরা অপারেশন পশ্চিমবঙ্গ করে তৃণমূলকে উৎখাত করবে’ : সুকান্ত

সুকান্ত বলেন, ‘বাংলার বিজেপি কর্মীরা অপারেশন পশ্চিমবঙ্গ করে তৃণমূলকে উৎখাত করবে।’ তাঁর সংযোজন, ‘কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গিয়েছে। ২৬-এ আমরা জেহাদি সরকারকে উৎখাত করব।’

বেলা ১.৫৫, ২৯শে মে : আলিপুরদুয়ারের সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!

সভায় শুভেন্দু বলেন, ‘হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে আমরা জিতেছি। এ বার বাংলার পালা। বাংলায় নয়, দেশের স্বার্থে এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

বেলা ১.৫০, ২৯শে মে : আলিপুরদুয়ারে জনসভায় উপস্থিত নরেন্দ্র মোদি!

আলিপুরদুয়ারে গ্যাস প্রকল্পের উদ্বোধনের পর জনসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬-এর নির্বাচনের প্রাক্কালে এই প্রথম বাংলায় কোনও জনসভায় উপস্থিত রয়েছেন তিনি।

বেলা ১.৩৫, ২৯শে মে : বাংলার উন্নয়নে সবরকম সাহায্য করেছে কেন্দ্র: মোদি!

'গত ১০ বছরে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে এই রাজ্যে। কেন্দ্র সরকার বাংলার উন্নয়নে সবরকম সাহায্য করেছে।' : বললেন মোদি

বেলা ১.৩০, ২৯শে মে : আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর!

আলিপুরদুয়ারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন করলেন সিটি গ্যাস বিতরণ প্রকল্পের। এই প্রকল্পের জন্য ১০১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। মোদি জানান, দেশের ৫১৫টি জেলায় সিটি গ্যাস বিতরণ করা হচ্ছে। সিএনজি গ্যাসের কারণে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে গ্যাস কানেকশান। এখন ৩১ কোটির বেশি কানেকশান রয়েছে।

বেলা ১২.২০, ২৯শে মে : আলিপুরদুয়ারে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

আজ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার জন্য নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছলেন তিনি।

অপারেশন সিঁদুরের পর প্রথমবার বঙ্গে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, আগামী বছরের বিধানসভা ভোটের আগেও এই প্রথম বাংলায় আসছেন তিনি। ফলত, এ দিনের প্রধানমন্ত্রীর সভা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ । বৃহস্পতিবার, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য,আলিপুরদুয়ার আসার আগে সিকিম সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করেছেন নমো। সিকিমে না গেলেও সেখানকার কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।


Darjeeling | ভারী বৃষ্টির জেরে ভূমিধস, অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক সহ দার্জিলিং-কালিম্পঙের একাধিক রাস্তা
Ahmedabad Plane Crash | এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটদের 'দোষারোপ', অসন্তোষ প্রকাশ করলো পাইলটদের ফেডারেশন!
Pune | তরল স্প্রে করে তরুণীকে অজ্ঞান করে ধর্ষণ! “আবার আসব” পালানোর আগে সেলফি তুলে বার্তাও দিলো ডেলিভারি বয়!
Budget 2025 | মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি! ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে নেই আয়কর
শুক্রবার ৫ই অগাস্ট ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (5th August,2022)
ICC: বাংলাদেশের পরামর্শে আম্পায়ারিং নিয়ে নতুন সিদ্ধান্ত নিল তারা
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo