পেট্রোলের দাম ১১২-র কাছাকাছি, ডিজেল ও সেঞ্চুরি ছুঁইছুঁই! বৃহস্পতিবারও মূল্যবৃদ্ধি বহাল থাকছে
পেট্রোল- ডিজেলের দাম এই নিয়ে গত দশ দিনে ৯ বার বাড়ল৷ বিশেষজ্ঞরা এর আগেই আশঙ্কা করেছিলেন যে পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি হতে পারে৷
রোজ মধ্যরাতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি যেন গত এক সপ্তাহের অলিখিত এক নিয়ম হয়ে দাঁড়িয়েছে৷ সেই ধারা অব্যাহত রেখেই বৃহস্পতিবার আরও এক দফা বাড়তে চলেছে পেট্রোল- ডিজেলের দাম৷
জনগণের কপালে চিন্তার ভাঁজ! ক্রমশ বাড়ছে জ্বালানির মূল্য, ব্যর্থ হচ্ছে বিরোধীদের বিক্ষোভ
বৃহস্পতিবার লিটার পিছু আরও ৮৩ পয়সা করে বাড়তে চলেছে পেট্রোলের দাম৷ বৃহস্পতিবার থেকে কলকাতায় পেট্রোলের নতুন দাম হচ্ছে ১১ টাকা ৩৫ পয়সা প্রতি লিটার৷ অন্যদিকে সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেলের দাম৷ বৃহস্পতিবার থেকে কলকাতায় এক লিটার ডিজেল কিনতে গেলে দাম পড়বে ৯৬ টাকা ২২ পয়সা৷
এই নিয়ে গত দশ দিনে ৯ বার পেট্রোল- ডিজেলের দাম বাড়ল৷ পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা আগেই করেছিলেন বিশেষজ্ঞরা৷ রাশিয়া- ইউক্রেন যুদ্ধের জেরে এই মূল্যবৃদ্ধি এক প্রকার নিশ্চিতই ছিল৷
- Related topics -
- অর্থনৈতিক
- পেট্রল
- ডিজেল
- মূল্যবৃদ্ধি