SSC Scam: পদ হারানোর ২৪ ঘণ্টার মধ্যেই মুখ খুললেন পার্থ! কী বললেন তিনি?
'ষড়যন্ত্রের শিকার' - স্বাস্থ্য পরীক্ষার জন্য ইআইআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন মন্ত্রী তথাপ্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থর।
গ্রেফতারির পর থেকে প্রাক্তন মন্ত্রীকে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি। সংবাদ মাধ্যমের প্রশ্নের সেরকমও উত্তর দিতে দেখা যায়নি। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পার্থ চট্টোপাধ্যায়। অবশেষে সরব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কোনও প্রশ্ন শোনার আগেই মুখের থেকে মাস্ক সরিয়ে তিনি জানিয়েছেন, ''আমি ষড়যন্ত্রের শিকার।'' আর সংবাদমাধ্যমের কোনও কথা বলা সুযোগ হয়নি।
ইতিমধ্যেই গতকালই পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে সমস্ত দফতর সরিয়ে নেয় রাজ্য সরকার। এরপরই বিকেলে দলের তরফ থেকেও সংবাদিক বৈঠক করে দলের পাঁচ পদ থেকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস দল থেকেও বহিষ্কার করা হয়। বর্তমানে, মন্ত্রিত্ব ও দল দুই খোয়া যাওয়ার পরই পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গেল এমন মন্তব্য যে তিনি ষড়যন্ত্রের শিকার। তবে তিনি দফতর হারানো, দল থেকে বহিষ্কৃত হওয়া, নাকি ইডি হাতে গ্রেফতারি নাকি তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ সহ বহু জিনিস উদ্ধার হওয়ার ঘটনাকে ষড়যন্ত্র বলতে চেয়েছেন কিনা তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, তৃণমূলের মহাসচিব সহ মোট পাঁচটি পদে নিযুক্ত ছিলেন পার্থ। দলের মহাসচিব, তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'-র সম্পাদক, শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য সহ দলের পাঁচ পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়।
- Related topics -
- রাজ্য
- পার্থ চট্টোপাধ্যায়
- তৃণমূল কংগ্রেস
- ক্রাইম
- এসএসসি