গঠন করা হবে নতুন মন্ত্রিসভা, পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর পরেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

পার্থের হাতে শিল্প ছাড়াও আরও দু’টি দফতর ছিল। তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স এবং পরিষদীয় দফতর। আপাতত তিনটিই নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী।


পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকের পর প্রকাশ্যে কিছু না বললেও পরে ‘ওয়েস্ট বেঙ্গল ইনডাস্ট্রিয়াল বোর্ড’-এর বৈঠকে তিনি নতুন করে মন্ত্রিসভা গঠনের কথা জানিয়েছেন।

কড়া মনোভাব স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ-কাণ্ডের পর দল নিয়ে আরও সতর্ক

পার্থের হাতে শিল্প ছাড়াও আরও দু’টি দফতর ছিল। তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স এবং পরিষদীয় দফতর। আপাতত তিনটি দফতরই নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী। সে কথা জানাতে গিয়েই সৌজন্য সভাগৃহের বৈঠকে বণিক সমাজের প্রতিনিধিদের মমতা জানান, তিনি নতুন করে মন্ত্রিসভা গঠন করবেন।

মুখ্যমন্ত্রী ছাড়াও ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ রাজ্য মন্ত্রিসভার কয়েক জন সদস্য এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই মমতা বলেন, ‘‘পার্থদার কাছে যে যে দফতরগুলি ছিল, সেগুলি আপাতত আমার কাছে থাকছে। হয়তো কিছুই করব না, কিন্তু যত ক্ষণ না নতুন করে মন্ত্রিসভা গঠন করছি তত ক্ষণ এই দফতরগুলি আমার কাছে এসেছে।’’ মমতার কথায়, ‘‘পার্থদাকে রিলিফ দিয়েছি।’’

রাজ্যের মন্ত্রিসভা বদল নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা ছিলই। সুব্রত মুখোপাধ্যায় এব‌ং সাধন পান্ডের মৃত্যুর পরে নতুন করে কাউকে মন্ত্রী করা হয়নি। দফতরগুলি অন্য মন্ত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কয়েক জনের দফতর রদবদলও হয়। এখন মুখ্যমন্ত্রীর যা ইঙ্গিত তাতে পার্থর দফতরগুলি তিনি সাময়িক ভাবেই নিজের কাছে রাখছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File