রাজ্য

Corruption in SSC teacher recruitment | একত্রে থেকেও আলাদা পার্থ ও অর্পিতা!

Corruption in SSC teacher recruitment | একত্রে থেকেও আলাদা পার্থ ও অর্পিতা!
Key Highlights

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ ও অর্পিতা স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্সের বাইরে হাজির হলেও কেউ কাওকে দেখতে পাচ্ছেন না।

ইডির কাস্টাডিতে থাকা অভিযুক্তদের প্রতি ৪৮ ঘণ্টা অন্তর করতে হবে স্বাস্থ্য পরীক্ষা, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। নির্দেশ মতোই ইডি হেফাজতে থাকা রাজ্যের বর্তমান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে বার করে নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্স থেকে। বুধবার সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল জোকা ইএসআইয়ে।

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। কোটি কোটি নগদ টাকা সহ লাখ লাখ টাকার হিসাব বহির্ভূত গয়না উদ্ধার অর্পিতার বাড়ি থেকে। ইডির হাতে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠও। এদিন একত্রে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে আনা হলেও দুজনেই রয়েছেন দুটি আলাদা গাড়িতে। কড়া সতর্কতায় নিয়ে যাওয়া হয় জোকায়। কনভয়ের আগে পিছনে রয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী।

এর আগে সিজিও কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে দুর্ঘনার মুখে পড়ে অর্পিতার গাড়ি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গাড়িতে করে ব্যাঙ্কশাল কোর্ট থেকে CGO কমপ্লেক্সে যাওয়ার সময় আচমকা ED-র গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ইডির যে গাড়িতে তিনি ছিলেন সেই গাড়িতেই অন্য গাড়ি এসে ধাক্কা মেরেছিল। তবে সুরক্ষিত ছিলেন অর্পিতা। তার পরেই আরও কড়া হয়েছে কনভয়ের সুরক্ষা। অর্পিতা মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৩রা অগাস্ট অবধি ইডি হেফাজতের নির্দেশ।

এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় গত শনিবার গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দীর্ঘ সওয়াল-জবাব শেষে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ফলে আপাতত ১০ দিনের জন্য ইডি হেফাজতেই থাকবেন পার্থ।

জানা গিয়েছে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সাততলায় একটি অস্থায়ী লক আপ গড়ে তোলা হয়েছে তাঁর জন্য। ভুবনেশ্বর থেকে কলকাতায় ফেরার পর থেকেই এই অস্থায়ী লক আপই এখন পার্থর ঠিকানা। যদিও মঙ্গলবার গোটা রাত সেখানে চোখের পাতা এক করতে পারেননি মন্ত্রী।


Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!
Afrin Jabee | সাঁতরে ইংলিশ চ্যানেল ‘জয়’ বঙ্গতনয়ার! আফরিনের সাফল্যে উচ্ছসিত মেদিনীপুর
Operation Mahadev | শিবের বারেই নিকেশ পহেলগাঁও হামলার ৩ জঙ্গি! জানেন এই মিশনের নাম 'অপারেশন মহাদেব' কেন? নায়করাই বা কারা?
Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!
Operation Mahadev | পহেলগাঁও জঙ্গি হামলার বদলা! 'অপারেশন মহাদেবে' কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি!
WBJEE Result | বছরে পেরিয়েও খোঁজ নেই WBJEE রেজাল্টের, উদ্বেগে পরিক্ষার্থীরা, কী বললেন বোর্ডের চেয়ারপারসন?
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo