বিনোদন

Parambrata in Bengali Shark Tank | বাংলার শার্ক ট্যাঙ্ক নিয়ে কি আসছেন পরমব্রত?

Parambrata in Bengali Shark Tank | বাংলার শার্ক ট্যাঙ্ক নিয়ে কি আসছেন পরমব্রত?
Key Highlights

বাংলাতেও আসতে চলেছে শার্ক ট্যাঙ্ক। উঠতি ব্যবসায়ীরা পাবেন বড় সুযোগ। প্রোগ্রামের সঞ্চালক হিসেবে চমক দেবেন পরমব্রত।

বড় পর্দায় দীর্ঘ সময় ধরে মন জয় করে এসেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এরপর ছোটো পর্দাতে ফের ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। সঙ্গে উঠতি ব্যবসায়ীদের জন্য রয়েছে বড় খবর। এখন কেবল হিন্দীতেই নয়, শার্ক ট্যাঙ্ক (Shark Tank)- এর মত বাংলাতেও আসবে এই ধরনের রিয়ালিটি শো। যার সঞ্চালক (Host) হিসেবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, যদিও এখনও জানা যায়নি বাংলার কোন চ্যানেলে এই শো আয়োজিত হবে। তবে এই শো - তে অংশ নিতে পারবেন রাজ্যের উঠতি ব্যবসায়ী মহিলারা। 

উল্লেখ্য, 'শার্ক ট্যাঙ্ক' নামক রিয়ালিটি শো- র উৎপত্তি আমেরিকাতে (America)। ২০০৯ সালে প্রথম শুরু হয় এই শো- র পথ চলা। প্রধানত এই রিয়েলিটি প্রোগ্রামে বিচারক হিসেবে বেশ কয়েকজন উদ্যোগপতি বা বড় ব্যবসায়ীরা বা ইনভেস্টর ( Investors) থাকেন যারা নতুন ব্যবসা বা উঠতি ব্যবসাতে অর্থ নিয়োগ করতে ইচ্ছুক। শার্ক ট্যাঙ্ক শো তে অংশগ্রহণ করেন এমন কিছু ব্যবসায়ী যারা তাদের ব্যবসাকে আরও উন্নত করতে চান কিন্তু প্রয়োজন কোনও ইনভেস্টর - র। যার জন্য তারা এই শো - তে এসে নিজেদের ব্যবসা সম্পর্কে বলেন এবং সেই সম্পর্কিত নানান তথ্য দেন বিচারকদের। এরপর বিচারকরা সিদ্ধান্ত নেন তারা সেই ব্যবসাতে বিনিয়োগ করবেন কিনা। যদি বিচারকদের অংশগ্রহণকারী ব্যবসায়ীর ব্যবসা পছন্দ হয় তাহলে তারা অর্থ বিনিয়োগ করতে রাজি হন এবং যদি পছন্দ না হয় সে ক্ষেত্রে খালি হাতেই মনে স্বপ্ন নিয়ে ফিরতে হয় ছোটো ব্যবসায়ীদের। 

তবে 'শার্ক ট্যাঙ্ক' ধাঁচের বাংলা এই প্রোগ্রামে কেবল অংশ নিতে পারবেন মহিলা ব্যবসায়ীরা। এই শো- র বিচারক হিসেবে থাকবেন শহরের গণ্যমান্য উদ্যোগপতিরা এবং সঞ্চালক হিসেবে দেখা যাবে সবার প্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। 

প্রসঙ্গত, অভিনয় জগতে পরমব্রতর হাতেখড়ি হয় টেলিভিশনে। ' হাফ চকোলেট ' , ' চেনা মুখের সারি ' - র মত বাংলা সিরিয়ালে কাজ করেছেন পরম। ধীরে ধীরে ছোটো পর্দা থেকে পা রাখেন বড় পর্দাতেও। টলিউড ছাপিয়ে বলিউডেও দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেতা। শুরু করেছেন পরিচালনার কাজও। এরপর সঞ্চালক হিসেবে পরমব্রতকে দেখার জন্য বেশ আগ্রহী দর্শকগণ।


Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
Gandhi Jayanti | 'জাতি ও অহিংসার জনক'! গান্ধীজির শ্রদ্ধার্ঘ্যে একই দিন পালন 'আন্তর্জাতিক অহিংসা দিবস'!
R Praggnanandhaa | বিশ্বের এক নম্বর দাবাড়ুকেও চমক দিচ্ছে সাদামাটা ১৮ বছরের তরুণ! কে এই প্রজ্ঞানন্দ?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali