Self-Digesting Plastic | প্লাস্টিক দূষণ কমাতে অভিনব আবিষ্কার, ‘সেলফ ডাইজেস্টিং প্লাস্টিক’ নিজে নিজেই হবে ধ্বংস
Wednesday, September 11 2024, 2:53 pm

প্লাস্টিকখেকো ব্যাকটেরিয়ার স্পোর যোগ করে গবেষকরা এমন একটি প্লাস্টিক তৈরি করেছেন, যা নিজে নিজেই ধ্বংস হবে।
প্লাস্টিক দূষণ হয়ে উঠছে বড় চিন্তার কারণ। নানান উপায় ব্যবহার করেও পৃথিবী থেকে কিছুতেই কমানো যাচ্ছে না প্লাস্টিক দূষণ। তবে এক্ষেত্রে বিজ্ঞানীরা দেখছেন আশার আলো। তারা এক ধরনের ‘সেলফ-ডাইজেস্টিং প্লাস্টিক’ আবিষ্কার করেছেন,যা নিজে নিজেই ধ্বংস হবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর গবেষক হান সল কিম বলেন, এই আবিষ্কারের মাধ্যমে প্রকৃতিতে প্লাস্টিক দূষণ কমানো যেতে পারে। প্লাস্টিকখেকো ব্যাকটেরিয়ার স্পোর যোগ করে গবেষকরা এমন একটি প্লাস্টিক তৈরি করেছেন, যা নিজে নিজেই ধ্বংস হবে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- বিজ্ঞানী
- অন্যান্য
- পরিবেশ রক্ষা
- পরিবেশ সুরক্ষা
- পরিবেশ বান্ধব
- পরিবেশ
- পরিবেশ দূষণ