বিনোদন

Parambrata Chatterjee Marriage | সোমের গোধূলি লগ্নেই পরম-পিয়ার চার হাত এক! গুঞ্জন সত্যি করে অনুপমের প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে পরমব্রত?

Parambrata Chatterjee Marriage | সোমের গোধূলি লগ্নেই পরম-পিয়ার চার হাত এক! গুঞ্জন সত্যি করে অনুপমের প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে পরমব্রত?
Key Highlights

বিয়ে করতে চলেছেন টলিউডের প্রথম সারির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গুঞ্জন সত্যি করে সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরমব্রত।

টলিউড এমনকি বর্তমানে বলিউডেও বেশ খ্যাত এই অভিনেতা। বহু বছর ধরেই টলি পাড়ার শীর্ষে ইনি। সম্প্রতি বেশ কিছু সময় ধরেই সম্পর্কিত মহলে রটেছিল, খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন। এবার সেই খবরই সত্যি করে আজ, ২৭সে নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।

পরমব্রত এখন টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে এক জন। টলিউডের পাশাপাশি বলিউডেও সমানতালে কাজ করে চলেছেন পরমব্রত (Parambrata)। মাস খানেক আগেই রয়েছিল, সেই পরমব্রতই নাকি বিয়ে করতে চলেছেন শিঘ্রই। এমনকি সংগীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে তিনি বিয়ে করে ফেলেছেন এমন খবরও কানাভুষো শোনা যাচ্ছিলো। তবে সে সব মিথ্যা হলেও ২৭ সে নভেম্বর যে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী বিয়ে করছেন সে খবর একদমই পাকা। সূত্রের খবর, এই বিয়েতে খুব বেশি জন আমন্ত্রীত নেই। জানা গিয়েছে, খুব এলাহি ভাবে বিয়ের আয়োজন করেননি পিয়া-পরমব্রত। খুবই কম সংখ্যা নিমন্ত্রিতদের। মূলত পরিবার এবং একান্ত ঘনিষ্ঠ কিছু বন্ধুর উপস্থিতিতে বিয়ে হবে দু’জনের। টলিউডের বিশেষ কাউকেই নাকি সে ভাবে ডাকেননি তাঁরা।

উল্লেখ্য, এক বছর ধরেই টলি পাড়ায় গুঞ্জন যে পিয়া-পরমব্রত একে-অপরের সঙ্গে প্রেম করছেন। যদিও সে প্রসঙ্গে কোনওদিন খোলাখুলি কথা বলেননি কেউই। তবে অরিন্দম শীলের ও পরমব্রত চ্যাটার্জি সিনেমা (Parambrata Chatterjee Movies) ‘ফেলুদা’র শুটিংয়ের সময়ে পিয়া চক্রবর্তী দিন দুয়েকের জন্য সিকিমে গিয়েছিলেন। এদিকে ২০২১ সালে অনুপম রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় পিয়া চক্রবর্তীর। সে সময় জানা যায়, পিয়ার পরমব্রত (Parambrata) এর সঙ্গে প্রেমের জন্যই নাকি অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সিদ্ধান্ত।  যদিও এপ্রসঙ্গে কোনওদিনই কেউ কোনও মন্তব্য করেনি। পরমব্রতও সে সময়ে পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, তারা খুব ভালো বন্ধু। তবে অতীত, তিক্ত অভিজ্ঞতা, জল্পনা সব পেরিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।

পরমব্রতের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সকলের খুব আগ্রহ। কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। বহুবার তাঁকে নিয়ে নানারকমের খবর রটেছে। তবে তাঁর জীবনে কী ঘটছে সে নিয়ে কোনও দিনই খুব বেশি লুকোছাপা করেননি তিনি। শেষ তাঁর বিদেশিনি প্রেমিকা ইকার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। বিয়ে হওয়ারও কথা ছিল দু’জনের। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তিনি তা নিয়ে খোলাখুলিই কথা বলেছিলেন। কিন্তু অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি শুরু থেকেই সাবধানী। প্রথমে কেবল বন্ধুত্বের কথা বললেও দু’জনে যে সত্যিই প্রেম করছেন, সে কথা অনেক দিন ধরেই পরিষ্কার হচ্ছিল ধীরে ধীরে। যদিও তাঁরা কোনও দিনই প্রকাশ্যে এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি অভিনেতা বা মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া। তবে পরমব্রত যে পিয়ার বাড়িতে যাতায়াত বাড়িয়েছেন, সে কথাও জানা গিয়েছিল। মাঝে পরমব্রত চ্যাটার্জি সিনেমা (Parambrata Chatterjee Movies) শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন দীর্ঘ দিন। সে সময় পিয়াও গিয়েছিলেন দেখা করতে। কিছু দিন আগেই পিয়া এবং তাঁর মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয়ও দেখা গিয়েছিল। বহু দিন থেকেই শোনা যাচ্ছিল, তাঁরা এই নভেম্বরেই বিয়ে করছেন। পিয়ার বাড়ির লোকদের সঙ্গে পরমব্রতের ঘনিষ্ঠতা সেই ইঙ্গিতই দিচ্ছিল। অবশেষে সব জল্পনা সত্যি করে ২৭ সে নভেম্বর সন্ধ্যেতে বিয়ে করতে চলেছেন পরম-পিয়া!


Afrin Jabee | সাঁতরে ইংলিশ চ্যানেল ‘জয়’ বঙ্গতনয়ার! আফরিনের সাফল্যে উচ্ছসিত মেদিনীপুর
Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!
Operation Mahadev | 'অপারেশন মহাদেবে' নিকেশ পহেলগাঁওয়ের হামলার মূল পরিকল্পনাকারী মুসা! কীভাবে খোঁজ পেলো সেনা?
Divya Deshmuk | দাবায় বিশ্বসেরা! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত! চিনুন দিব্যা দেশমুখকে!
Operation Mahadev | পহেলগাঁও জঙ্গি হামলার বদলা! 'অপারেশন মহাদেবে' কাশ্মীরে নিকেশ ৩ জঙ্গি!
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo