সেলিব্রিটি

আর্থিক তছরুপের অভিযোগ সাগ্নিকের বিরুদ্ধে,জিজ্ঞাসাবাদ করা হবে প্রয়াত অভিনেত্রী পল্লবী দে-র মা-বাবাকে

আর্থিক তছরুপের অভিযোগ সাগ্নিকের বিরুদ্ধে,জিজ্ঞাসাবাদ করা হবে প্রয়াত অভিনেত্রী পল্লবী দে-র মা-বাবাকে
Key Highlights

প্রয়াত অভিনেত্রী পল্লবী দে-র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে আত্মহত্যাই করেছেন নায়িকা। তবে এখনও পর্যন্ত কোনও সম্ভাবনাই খারিজ করছে না পুলিশ।

গত রবিবার গরফা থানার গাঙ্গুলিপুকুর এলাকার একটি ফ্ল্যাট থেকে অভিনেত্রী পল্লবী দে-র মৃতদেহ উদ্ধার করা হয়। তারপরই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিনেত্রীর মৃত্যু ঘিরে অভিযোগ উঠেছে পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে। 

সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ! কী বলছেন মৃতার পরিবার? 

পল্লবীর পরিবার দাবি করেছে পল্লবীর টাকায় ফ্ল্যাট ও অডি গাড়ি কিনেছিল সাগ্নিক, যদিও সাগ্নিক এবং প্রয়াত অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য খতিয়ে দেখেও এমন কোনও সন্দেহজনক লেনদেনের হদিস পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

রাজারহাটের ফ্ল্যাট কেনবার অধিকাংশ টাকাই সাগ্নিকের বাবা দিয়েছিলেন। অডি গাড়ির জন্যও সাগ্নিকের মা ৯ লক্ষ টাকা দেন। তা সত্ত্বেও কীসের ভিত্তিতে পল্লবীর পরিবার সাগ্নিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনল তা বিস্তারিত জানতে খুব শীঘ্রই পল্লবীর বাবা-মা'কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে গরফা থানার পুলিশ।

ইতিমধ্যেই এই মামলায় পল্লবীর ভাই জিৎকে জিজ্ঞাসাবাদ করেছে গরফা থানার পুলিশ। সাগ্নিকের রাজারহাটের কল সেন্টারে নিয়মিত যাতায়াত ছিল জিৎ-এর। সেখানে ঠিক কী ধরণের কাজ হত তা জানতে চায় পুলিশ, পাশাপাশি ঐন্দ্রিলা-সাগ্নিকের সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয়। যদিও পুলিশি জেরায় ঐন্দ্রিলার নামে তেমন কোনও অভিযোগ আনেনি জিৎ।