বিনোদন

মহেশ ভাটের বিরুদ্ধে বিস্ফোরক পাক অভিনেত্রী মিরা

মহেশ ভাটের বিরুদ্ধে বিস্ফোরক পাক অভিনেত্রী মিরা
Key Highlights

মহেশ ভাট (Mahesh Bhatt) সম্পর্কে বিতর্কের অন্ত নেই। এবার তাঁকে কাঠগোড়ায় তুলেছেন পাক অভিনেত্রী। চড় মারা থেকে শারীরিক নির্যাতন পর্যন্ত করেছিলেন।

বলিউডের বিশিষ্ট পরিচালক মহেশ ভাটের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছিলেন পাক অভিনেত্রী মীরা। কিন্তু, মহেশ ভাটের নামেই বড়সড় অভিযোগ এনেছেন তিনি। ২০১১ সালে এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছিলেন, বলি ইন্ডাস্ট্রিতে মহেশ ভাটকে তিনি মেন্টর মানেন। কিন্তু, মহেশ ভাট মীরা কে নিয়ে খুবই পজেসিভ ছিলেন। শুধু তাই নয়, মীরাকে চড় মারা থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত করেছিলেন।

পরিচালক মহেশ ভাটের Nazar ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রথমবার কাজের সুযোগ পেয়েছিলেন মীরা। এই ছবিতে মীরার বিপরীতে অভিনয় করেছিলেন অস্মিত প্যাটেল। মহেশ ভাট বলি ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য পরিচালক হলেও তাঁর বিরুদ্ধে বিতর্কেরও খামতি নেই। বিভিন্ন সময় নানান বিতর্কে জড়িয়েছেন খ্যাতনামা পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt)।

আমি রাম গোপাল বর্মা, মনিরত্নম, সুভাষ ঘাইয়ের মতো বলিউডের প্রথমসারির পরিচালকদের সঙ্গে কাজের প্রস্তব পেয়েছিলাম। কিন্তু, মহেশ ভাট আমাকে কারও সঙ্গে কাজ করতে দেননি। একদিন রাতে আমি সুভাষ ঘাইয়ের সঙ্গে দেখা করি। সেই কথা আমি মহেশ ভাটকে জানাই। তখন আমার উপর রাগ করে চিৎকার শুরু করেন। তারপর কষিয়ে দুটো তিনটে চড়ও মারেন।" আমাকে নিজের সম্পত্তি মনে করতেন। মহেশ ভাট আমাকে ওনার জীবনের বিশেষ মানুষ ভাবতেন।

মীরা মহেশ ভাট

Cough Syrup Case | অবশেষে পুলিশের নাগালে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথন!
Train Derailed | সাতসকালে লাইনচ্যুত মালগাড়ি, শিয়ালদহ-বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
Pakistan | ফের হামলার মুখে জাফর এক্সপ্রেস! বিস্ফোরণে ছিটকে গেলো একাধিক কামরা!
World Para Athletics | বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে রেকর্ড গড়লো ভারত! শেষ দিনেও এলো রূপো!
Pahalgam Terror Attack | মোবাইলের চার্জারের সূত্র ধরে পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিকে ধরলো তদন্তকারীরা
North Bengal | উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়িতে, কোন পথে আসছে ট্রেন?
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali