আন্তর্জাতিক

FIFA World Cup 2022: সাক্ষরিত হতে চলেছে চুক্তি, নিরাপত্তা দেবে পাকিস্তান সেনাবাহিনী!

FIFA World Cup 2022: সাক্ষরিত হতে চলেছে চুক্তি, নিরাপত্তা দেবে পাকিস্তান সেনাবাহিনী!
Key Highlights

স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক এই চুক্তি বাস্তবায়িত হলে একাধিক সুবিধা পাবে পাকিস্তান। কাতারে পাক সেনা (Pakistan Army) পাঠানো হলে ২ বিলিয়ন ডলার পাবে পাকিস্তান।

মধ্যপ্রাচ্যের দেশটিতে আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২-এ কাতারকে নিরাপত্তা দিয়ে সহায়তা করবে পাকিস্তান সেনাবাহিনী। মেগা ফুটবল ইভেন্ট চলাকালীন সহায়তা প্রদানের বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী-কাতার চুক্তিতে ফেডারেল মন্ত্রিসভা এই অনুমোদন দিয়েছে। কাতারে ২০শে নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। উপসাগরীয় দেশটি প্রথমবারের মতো এক্সট্রাভ্যাগানজা আয়োজন করবে।

২০২২ সালে জাপান এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করার পর আসন্ন ইভেন্টটি এশিয়ায় সংঘটিত হওয়া দ্বিতীয় ঘটনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রথম কাতার সফরের আগে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে। ২০২২ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে প্রধানমন্ত্রীর কাতারে প্রথম সফর। তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যসহ একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে থাকবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী (ইসলামাবাদ) মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, যিনি নিজে আইন নিয়ে বক্তৃতা দিতেন, তিনি এ থেকে পালিয়ে যাচ্ছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে মরিয়ম আওরঙ্গজেব এ কথা বলেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে বিদেশী অর্থায়ন প্রমাণ করেছে যেখানে তারা আট বছর ধরে জবাবদিহিতা থেকে এড়াতে চেয়েছিল এবং এখন তিনি চেষ্টা করছেন। তার বানোয়াট ও ভিত্তিহীন আখ্যান ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করা। 

মন্ত্রী বলেন, ইমরান খান পাঁচটি হলফনামা ছাড়াও ডাকাতির সঙ্গে জড়িত বলে ধরা পড়েছেন। তিনি বলেন, তদন্ত শুরু হলে ইমরান খান নিজেকে এর জন্য উপস্থাপন করেননি এবং এর বিপরীতে তিনি একজন মহিলা বিচারককে ভয়ানক পরিণতির হুমকি দেন। কেন এই গুরুতর বিষয়ে কোনও স্বতঃপ্রণোদিত নোটিশ নেওয়া হয়নি, তিনি প্রশ্ন তোলেন।


Telangana | বনাঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা না জানালে জেলে যাবেন মুখ্যসচিব-সরকারি অফিসাররা! কড়া বার্তা সুপ্রিম কোর্টের!
Medicine Price | ১৩২টি ওষুধের দাম কমাল রাজ্যের স্বাস্থ্যদপ্তর! তালিকায় রয়েছে ক্যানসারের ওষুধ-সহ হৃদ রোগ, স্ট্রোক এবং নার্ভের ওষুধও!
Cleiton Silva | কোচ ব্রুজোর সঙ্গে ঝামেলার জের! ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করলো ইস্টবেঙ্গল!
Supreme Court on Waqf | ওয়াকফ আইন নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিল না শীর্ষ আদালত! আগামীকাল ফের শুনানি!
BR Gavai | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই! দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি পাবে ভারত!
Lakshmibai College Principal | গোবরের পাল্টা গোবর! এবার অধ্যক্ষের ঘরের দেওয়ালে গোবর লেপে দিলেন পড়ুয়ারা!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo