দেশ

IRCTC Insurance | মাত্র ৩৫ টাকার ইন্সুরেন্স সাহায্য করবে বিপদে! রেল দুর্ঘটনা ঘটলে যাত্রীরা পাবেন ১০ লাখ টাকা! আর কী কী সুবিধা পাবেন?

IRCTC Insurance | মাত্র ৩৫ টাকার ইন্সুরেন্স সাহায্য করবে বিপদে! রেল দুর্ঘটনা ঘটলে যাত্রীরা পাবেন ১০ লাখ টাকা! আর কী কী সুবিধা পাবেন?
Key Highlights

রেল যাত্রীদের জন্য আইআরসিটিসি’‌র বিশেষ বিমা সামনে আনা হয়েছে। যেখানে মাত্র ৩৫ পয়সা খরচ করে এই বিমার সুবিধা নিতে পারেন রেল যাত্রীরা। অনলাইনে ট্রেনের টিকিট বুক করার সময় যাত্রীরা যদি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (‌আইআরসিটিসি) পক্ষ থেকে বিমা করিয়ে নেন তাহলে বাড়তি সুবিধা মিলতে পারে। এই বিমার আওতায় ১০ লাখ টাকার সুবিধা পেতে পারেন রেলযাত্রীরা।

সাধারণ মানুষের যাতায়াত, পরিবহনের বড় ভরসা ভারতীয় রেল। কম খরচে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করা যায় সহজেই। তবে এই রেলপথেও যে রয়েছে মৃত্যু ভয়। সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় (Kanchenjunga Express) বেসামাল হয়ে গেল কেন্দ্রীয় সরকার। মাল বহনকারী ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় এক্সপ্রেসের দুটি কামরা। দুর্ঘটনায় মৃত্যু হয় ১০ জনের এবং আহত হন অন্তত ৪৪। এক্ষেত্রে রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে উঠে আসছে আইআরসিটিসির বীমার কথা। এখন এই বিমাটি বাধ্যতামূলক হয়ে গিয়েছে। কোনও যাত্রী যদি টিকিট বুকিং করার সময় বক্সে টিক না দেন, নিজের থেকেই এই বিমা টিকিটে যুক্ত হয়ে যায়। এর মূল্য মাত্র ৩৫ টাকা।

কী কী সুবিধা পাওয়া যায়?

রেল যাত্রীদের জন্য আইআরসিটিসি’‌র বিশেষ বিমা সামনে আনা হয়েছে। যেখানে মাত্র ৩৫ পয়সা খরচ করে এই বিমার সুবিধা নিতে পারেন রেল যাত্রীরা। অনলাইনে ট্রেনের টিকিট বুক করার সময় যাত্রীরা যদি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (‌আইআরসিটিসি) পক্ষ থেকে বিমা করিয়ে নেন তাহলে বাড়তি সুবিধা মিলতে পারে। এই বিমার আওতায় ১০ লাখ টাকার সুবিধা পেতে পারেন রেলযাত্রীরা। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে রেলযাত্রী বা তাঁর পরিবার বিমার কভারেজ পেতে পারেন। এই বিমার সুবিধা পেতে মাত্র ৩৫ পয়সা খরচ করতে হবে। 

এই বিমার ক্ষেত্রে নানারকমভাবে সুবিধা মিলতে পারে। এই বিমা নেওয়া থাকলে রেল যাত্রার সময় যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে নানা ক্যাটেগরিতে ভাগ করে বিমা কভারেজ পাওয়া যাবে। এক্ষেত্রে রেল সফরের সময় দুর্ঘটনার জেরে যদি কোনও ব্যক্তি হাসপাতালে ভর্তি হয় তাহলে তাঁকে ২ লাখ টাকার কভারেজ দেওয়া হবে। আবার স্থায়ী আংশিক অক্ষমতা দেখা দিলে সাড়ে ৭ লাখ টাকা দেওয়া হবে। কোন ব্যক্তির মৃত্যুর হলে ১০ লাখ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। এই বিমার দরুণ মেলা টাকায় ওই পরিবার কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। সুতরাং এই ধরনের বীমা অত্যন্ত জরুরি।

তথ্য অনুযায়ী ২০২২ সাল থেকে ২০২৩ পর্যন্ত ভারতে ৪৮টি রেল দুর্ঘটনা ঘটেছে। ২০২৩ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত রেল দুর্ঘটনা ঘটেছে ১৩টি। অনেক ক্ষেত্রে এই দুর্ঘটনার নেপথ্যে দায়ী করা হয় রেল কর্তৃপক্ষকে। আবার অনেক সময় দায়ী করা হয় চালক অথবা যান্ত্রিক গোলযোগকে। তবে দোষ যারই হোক না কেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। এদিকে বিপদ বলেও আসেনা। ফলে আইআরসিটিসির মাত্র ৩৫ টাকার বীমা করা থাকলে একাধিক সুবিধা পাবেন রেল যাত্রী।