বিনোদন

OMG 2 | ভক্ত পঙ্কজ ত্রিপাঠীর পাশে দাঁড়ালেন মহাদেব! নাস্তিক নয়, এবার আস্তিকের কাহিনী নিয়ে হাজির অক্ষয়!

OMG 2 | ভক্ত পঙ্কজ ত্রিপাঠীর পাশে দাঁড়ালেন মহাদেব! নাস্তিক নয়, এবার আস্তিকের কাহিনী নিয়ে হাজির অক্ষয়!
Key Highlights

মুক্তি পেল 'ওহ মাই গড ২' সিনেমার টিজার। সিনেমাতে মহাদেবের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। শিব ভক্তর অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। রয়েছেন ইয়ামি গৌতমও।

২০১২ সালে 'ওহ মাই গড' (Oh My God) দেখায় এক নাস্তিকের গল্প। প্রায় ১১ বছর সেই সিনেমারই দ্বিতীয় ভাগ দেখাবে এক আস্তিকের গল্প। গতকাল অর্থাৎ ১১ই জুলাই, মঙ্গলবার মুক্তি পেয়েছে 'ওহ মাই গড ২' (Oh My God 2) এর টিজার। চলচিত্রের প্রথম দৃশ্য মুক্তি পেতেই সকলের মধ্যেই বেশ দেখা গেলো উচ্ছাস। অক্ষয় কুমারের (Akshay Kumar) নতুন চেহারা দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমা প্রেমীরা।

'ওহ মাই গড ২'-তে কেবল অক্ষয় কুমারই নয়, আছে আরেক জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। মঙ্গলবার সকালে প্রকাশিত ছবির টিজারের শুরুতেই দেখা গেলো, ঈশ্বরের অস্তিত্ব নিয়ে করা এক প্রশ্নের উত্তর দিচ্ছেন আস্তিক অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। জীবনের ছোট বড় প্রতিটি সমস্যা নিয়েই তিনি ভোলে মহেশ্বরের সামনে উপস্থিত হন। আর এই ভক্তির উত্তরেই সারা দিয়ে অভিনেতা পঙ্কজের সামনে প্রকট হন মহাদেব অর্থাৎ অভিনেতা অক্ষয় কুমার। তবে এবার কোন সমস্যার সমাধান করবেন অক্ষয় তা কিন্তু দেখানো হয়নি টিজারে অর্থাৎ তা  রহস্য হয়েই থাকলো।

উল্লেখ্য, এই ছবিতে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও অভিনয় করেছেন ইয়ামি গৌতমও (Yami Gautam)। ছবিতে তিনি একজন আইনজীবী। তবে টিজারে দেখা মেলেনি ইয়ামির। এই ছবি সম্পর্কে এক সংবাদমাধ্যমকে ইয়ামি জানিয়েছিলেন, এই সিনেমায় কাজ করতে পেরে তিনি আপ্লুত। অক্ষয় কুমার যেমন ভালো অভিনেতা তেমন ভালো প্রযোজকও। পাশাপাশি অভিনেত্রী জানান, পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করাও তার কাছে এক অনবদ্য অভিজ্ঞতা। সিনেমাটিতে প্রভু রামের চরিত্রে দেখা যাবে অরুণ গোভিলকেও (Arun Govil)।

প্রসঙ্গত, ২০১২ সালে কমেডি-ড্রামা 'ওহ মাই গড'-এর সিক্যুয়েল হলো 'ওহ মাই গড ২'। এই সিনেমা ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাসকে আকর্ষণীয় করে এক অন্যরকম কাহিনী দ্বারা। আগের চলচিত্রে ভগবান কৃষ্ণ হিসেবে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। সিনেমাটি  নাস্তিক ব্যক্তির মাধ্যমে সমাজের কঠিন সত্য ‘ঈশ্বর ব্যবসার বস্তু নয়’ এই বিষয় প্রকাশ্যে আনার চেষ্টা করেছিল। এই নাস্তিক ব্যক্তি কাঞ্জিলালের ভূমিকায় অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল (Paresh Rawal)।

তবে 'ওহ মাই গড ২' সিনেমাটি এবার তৈরী হয়েছে এক আস্তিক ব্যক্তির ওপর ভিত্তি করে। আগে  কৃষ্ণের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন অক্ষয় কুমার। এবার অভিনেতার ভগবান শিবের চরিত্রের লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হিট। শার্টলেস অক্ষয়, মাথায় লেপেছেন ছাই চন্দন সঙ্গে লম্বা জটা চুল। অমিত রাই (Amit Rai) পরিচালিত  'ওহ মাই গড ২' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ১১ই অগাস্ট।


Taratala Flyover | শারীরিক পরীক্ষার জন্যে ৪ দিন বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার! বিকল্প রুটের সন্ধান দিলো পুলিশ
Indigo | "মর্নিং ফ্লাইটে ককপিটে চোখটা বুজে আসে"- ইন্ডিগো বিমান বিপর্যয়ে DGCAকে কাঠগড়ায় তুললো পাইলটরা
Weather Update | কলকাতায় কামড় বসাচ্ছে শীত, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Zelenskyy | পুতিনের পর জেলেনস্কি, শান্তির রাস্তা খুঁজতেই প্রথম ঐতিহাসিক ভারত সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট!
Maa Sarada | মা সরদার ১১৭তম জন্মবার্ষিকীতে পড়ুন সারদা দেবীর অমর বাণী এবং জীবনী!
Breaking News | চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo