ODI World Cup 2023 | অক্টোবরে শুরু ওডিআই বিশ্বকাপ! পুজোর মুখেই ভারত বনাম পাকিস্তান!

Wednesday, May 10 2023, 6:54 pm
highlightKey Highlights

দুর্গাপুজোর মরশুমেই শুরু ওডিআই বিশ্বকাপ ২০২৩। মহালয়ার পরের দিন মুখোমুখি ভারত পাকিস্তান।


চলতি বছর দুর্গাপুজো শুরুর আগেই ভারত বনাম পাকিস্তান! ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই শুরু হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup) । মহালয়ার পরের দিনই মুখোমুখি হতে চলেছে দুই প্রতিবেশী দেশ।

পুজোর মরশুমে মুখোমুখি ভারত-পাকিস্তান 
পুজোর মরশুমে মুখোমুখি ভারত-পাকিস্তান 

অন্যান্য বারের মত বিশ্বকাপের এক বছর আগের থেকেই নির্ধারিত হয়ে যায় সূচি। কিন্তু ভারতে আয়োজিত হতে চলা এই ওডিআই বিশ্বকাপের ক্ষেত্রে এমনটা দেখা গেলনা। কারণ বিশ্বকাপ চলাকালীন দেশ জুড়ে নানান উৎসব হবে, এছাড়াও বেশ কিছু কারণে ভারত সরকারের সঙ্গে মত ঘটে আইসিসির (ICC)- র।

Trending Updates
অক্টোবরে শুরু হবে ওডিআই বিশ্বকাপ ২০২৩
অক্টোবরে শুরু হবে ওডিআই বিশ্বকাপ ২০২৩

তবে এই বিশ্বকাপ নিয়ে ১০ই মে বুধবার প্রকাশ করা হয়েছে বেশ কিছু তথ্য। সূত্র অনযায়ী, ২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালে যে দুই দল মুখোমুখি খেলেছিল, সেই দলই শুরু করবে ওডিআই বিশ্বকাপ যাত্রা। অর্থাৎ ৫ই অক্টোবর ভারত আয়োজিত ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড (Newzealand) ও ইংল্যান্ড (England) ।

প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড 
প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড 

জানা গিয়েছে, মহালয়ার পরের দিনই অর্থাৎ ১৫ই অক্টোবর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান (India vs Pakistan)ন। তবে কোন স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হবে তা এখনও জানা না গেলেও, সূত্রের খবর অনুযায়ী বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তান খেলবে আহমেদাবাদ (Ahmedabad), হায়দরাবাদ (Haydrabad),  ব্যাঙ্গালোর (Bangalore) এবং চেন্নাইয়ে (Chennai) ।

মহালয়ার পরের দিনই মুখোমুখি ভারত-পাকিস্তান ম্যাচ
মহালয়ার পরের দিনই মুখোমুখি ভারত-পাকিস্তান ম্যাচ

সম্প্রতি বিশ্বকাপে খেলার জন্য স্টেডিয়াম নিয়েও দেখা গেছে অসন্তোষ। ভারতের অনুষ্ঠিত কোনও টুর্নামেন্টের যাবতীয় গুরুত্বপূর্ণ খেলা আহমেদাবাদেই কেন আয়োজন করা হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচটি চেন্নাইতে খেলা হবে বলেই জানা গিয়েছে।

বিশ্বকাপে ভারত তার প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
বিশ্বকাপে ভারত তার প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

উল্লেখ্য, আয়রনের দায়িত্ব দেওয়া হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের (Narendra Modi Stadium) ওপর। বিশ্বকাপের প্রথম ও ফাইনাল ম্যাচ খেলা হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে। এছাড়াও জানা গিয়েছে, চিপকে (Chepauk) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File