"আমার ছোট্ট ছেলের ক্যানসার চিকিৎসায় সব রকম ভাবে সাহায্য করতে চেয়েছিল অক্ষয়", ইমরান
Key Highlightsনিজের লেখা বইতে সন্তানের যন্ত্রণাময় দিনগুলো ফিরে দেখেছেন অভিনেতা ইমরান হাশমি।
চার বছরের ছোট্ট ছেলের ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার পরে তার লড়াইয়ের কাহিনি লেখেন অভিনেতা ইমরান হাশমি। বছর কয়েক আগের সেই ভয়ঙ্কর দিনগুলোতে কী ভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার সে বিষয়ে ও জানালেন তিনি।
সন্তান কে নিয়ে লেখা অভিনেতা ইমরানের বইটি তে কী বলা হয়েছে জানেন
সন্তান সুস্থ হয়ে ওঠার পরে ‘দ্য কিস অফ লাইফ— হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার’ নামে ওই বইটি লেখেন ইমরান। তাতে ক্যানসারের সঙ্গে ছেলে আয়ান তথা পরিবারের লড়াইয়ের কাহিনি বর্ণনা করেছেন অভিনেতা। সেই বইতেই উল্লেখ রয়েছে, কী ভাবে ইমরানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ‘বচ্চন পাণ্ডে’। বইটির মুখপত্র লিখেছেন স্বয়ং অক্ষয়।

ইমরানের বইয়ে মুখপত্রে অক্ষয় নিজেই খুলে বলেছেন তাঁর অনুভূতির কথা। লিখেছেন, ‘আয়ানের পরিস্থিতির কথা যখন শুনলাম, মনে হল যেন কেউ আমার পেটেই এসে ঘুষি মারল। গাড়ি চালাচ্ছিলাম। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ইমরানকে ফোন করি। কারণ, আমি জানি নিজের কাছের মানুষ এই রোগের শিকার হলে ঠিক কেমন লাগে।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- ইমরান হাশমি
- অক্ষয় কুমার








