স্বাস্থ্য

উৎসবের মরশুমে করোনা পরিস্থিতি ফের ভয়ানক রূপ নিতে পারে, বিশেষজ্ঞরা তাই জোর দিচ্ছে বুস্টার ডোজের ওপর

উৎসবের মরশুমে করোনা পরিস্থিতি ফের ভয়ানক রূপ নিতে পারে, বিশেষজ্ঞরা তাই জোর দিচ্ছে বুস্টার ডোজের ওপর
Key Highlights

করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও উৎসবের মরশুম শুরু হওয়ায় চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ।

দেশে উৎসবের মরশুম শুরু হতে চলেছে, যার ফলে নতুন করে করোনা পরিস্থিতির অবনতি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে এনটিএজি প্রধান একে আরোরা জানিয়েছেন, উৎসবের মরশুমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন থেকে চার মাস করোনা বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বুস্টার ডোজে জোর দেওয়া পরামর্শ দিয়েছেন এনটিএজি প্রধান।

এনটিএজি প্রধান এনকে আরোরা জানিয়েছেন, বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে সাধারণ মানুশষের সেভাবে কোনও আগ্রহ দেখতে পাওয়া যায়নি। কেন্দ্র সাধারণ মানুষ যাতে বুস্টার ডোজ গ্রহণ করতে আগ্রহী হয়, এই বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, "কেন্দ্রের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তের পরেই চাহিদা কিছুটা বাড়তে শুরু করেছে। আগে যেখানে দৈনিক দুই লক্ষ বুস্টার ডোজ দেওয়া হতো, সেখানে বর্তমানে ২৫ থেকে ৩০ লক্ষ বুস্টার ডোজ দেওয়া হয়। বিনামূল্যে বুস্টার ডোজের সিদ্ধান্ত মানুষকে আগ্রহী করে তুলছে।" জুলাই মাসে কেন্দ্রের তরফে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

তবে সাধারণ মানুষ করোনার টিকা নিতে যেভাবে আগ্রহী হয়ে উঠেছিল, বুস্টার ডোজে মানুষের সেহারে আগ্রহ দেখতে পাওয়া যায়নি। এনটিএজি প্রধান আরোরা বলেন, করোনা টিকা যখন ভারতে আসে, দ্বিতীয় ঢেউ দেশের অভ্যন্তরে মারাত্মক প্রভাব ফেলেছিল। কিন্তু বর্তমানে করোনার স্ট্রেনগুলো দুর্বল হয়ে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু উপসর্গ বা উপসর্গ নেই বললেই চলে। বিশ্বে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। যার জেরে সাধারণ মানুষের মধ্যে বুস্টার ডোজ নেওয়ার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে।

সামনেই ভারতের উৎসেবর মরশুম। দেশের একটা অংশ বিনামূল্যে বুস্টার ডোজে আগ্রহ প্রকাশ করলেও, বাকিরা করোনাকে ফ্লু বলে উড়িয়ে দিতেই ব্যস্ত। এই প্রসঙ্গে এনটিএজির প্রধান জানিয়েছেন, বুস্টার ডোজের প্রয়োজনীয়তা বুঝতে দেশের মানুষের এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।


Priyojit Ghosh | জিমে হার্ট অ্যাটাক! অকালে প্রাণ হারালেন বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার
Darjeeling | ভারী বৃষ্টির জেরে ভূমিধস, অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক সহ দার্জিলিং-কালিম্পঙের একাধিক রাস্তা
Ahmedabad Plane Crash | এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটদের 'দোষারোপ', অসন্তোষ প্রকাশ করলো পাইলটদের ফেডারেশন!
Pune | তরল স্প্রে করে তরুণীকে অজ্ঞান করে ধর্ষণ! “আবার আসব” পালানোর আগে সেলফি তুলে বার্তাও দিলো ডেলিভারি বয়!
Budget 2025 | মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি! ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে নেই আয়কর
শুক্রবার ৫ই অগাস্ট ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (5th August,2022)
ICC: বাংলাদেশের পরামর্শে আম্পায়ারিং নিয়ে নতুন সিদ্ধান্ত নিল তারা