Pune | তরল স্প্রে করে তরুণীকে অজ্ঞান করে ধর্ষণ! “আবার আসব” পালানোর আগে সেলফি তুলে বার্তাও দিলো ডেলিভারি বয়!

Thursday, July 3 2025, 7:56 am
highlightKey Highlights

পুণের অভিজাত আবাসনে নিরাপত্তার বেড়া পেরিয়ে ২২ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠলো


নিজের বাড়িতেও সুরক্ষিত নন মহিলারা। পুণের অভিজাত আবাসনে নিরাপত্তার বেড়া পেরিয়ে ২২ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠলো ডেলিভারি বয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই ব্যক্তি কুরিয়ারের ডেলিভারি দিতে এলে ওটিপির জন্য মোবাইল ফোন নিতে ঘরে ঢুকেছিলেন তরুণী। তখন পিছন পিছন ভিতরে ঢুকে তরুণীর মুখে এক ধরনের তরল স্প্রে করেন অভিযুক্ত। এরপর তরুণী জ্ঞান হারালে তাকে ধর্ষণ করে ওই ডেলিভারি বয়। এখানেই শেষ নয়, কুকর্ম করার পর ঘটনাস্থল থেকে পালানোর আগে নির্যাতিতার ফোনে যুবক সেলফি তোলেন বলেও জানা গিয়েছে। সঙ্গে লিখে যান“আবার আসব”!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File