ICC: বাংলাদেশের পরামর্শে আম্পায়ারিং নিয়ে নতুন সিদ্ধান্ত নিল তারা
Monday, April 11 2022, 11:05 am
Key Highlights
আন্তর্জাতিক ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হয়েছিল বাংলাদেশ। এই প্রস্তাবে পূর্ণ সম্মতি জানাল আইসিসি।
বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হয়েছিল। বাংলাদেশের মতে সব বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে অন্তত এক জন নিরপেক্ষ আম্পায়ার রাখার নির্দেশ দিল তারা। তাদের প্রস্তাব অনুযায়ী, রবিবার আইসিসি-র এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মারণ করোনা ভাইরাসের আক্রমণ শুরু হওয়ার পর থেকে যে দেশে ম্যাচ হচ্ছে সেই দেশের আম্পায়ারই ম্যাচ পরিচালনা করেন। কিন্তু এখন বিশ্বের সর্বত্রই কোভিড প্রায় নিয়ন্ত্রণে। ফলে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনতে চাইছে আইসিসি। জুলাইয়ে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচেও নিরপেক্ষ আম্পায়ার দেখা যেতে চলেছে। মাঠে একজন নিরপেক্ষ আম্পায়ার থাকার পাশাপাশি টিভি আম্পায়ারকেও নিরপেক্ষ কোনও দেশের হতে হবে। সেক্ষেত্রে মাঠের অপর আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার আয়োজক দেশের হতে পারেন।