Darjeeling | ভারী বৃষ্টির জেরে ভূমিধস, অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক সহ দার্জিলিং-কালিম্পঙের একাধিক রাস্তা
Saturday, August 2 2025, 4:00 pm

উত্তরে অতি ভারী বৃষ্টিতে ফের ভূমিধসে অবরুদ্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।
শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ভূমিধস নেমেছে। এর জেরে বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। আজ, শনিবার ভূমিধসে দার্জিলিং, কালিম্পং, সিকিমের একাধিক রাস্তা ধসে গিয়েছে। সিকিমে ভূমিধস নেমে অবরুদ্ধ হয়েছে ৭১৭ নম্বর জাতীয় সড়ক। অবরুদ্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কও। এই সড়কগুলি দিয়ে সমস্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন। বন্ধ করা হয়েছে লাভা থেকে লোলেগাঁও রুট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং সিকিমে হড়পা বানের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
- Related topics -
- রাজ্য
- দার্জিলিং
- কালিম্পঙ
- সিকিম
- জলপাইগুড়ি
- উত্তরবঙ্গ
- হরপা বাণ
- বন্যা
- বৃষ্টিপাত
- জাতীয় সড়ক
- ভূমিধস
- যোগাযোগ ব্যবস্থা