Ahmedabad Plane Crash | এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটদের 'দোষারোপ', অসন্তোষ প্রকাশ করলো পাইলটদের ফেডারেশন!

Thursday, July 17 2025, 7:08 am
highlightKey Highlights

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করলো ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস।


আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করলো ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। এই দুর্ঘটনার জন্য পাইলটদের 'দোষারোপ' করার আগে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে FIP। উল্লেখ্য, ওই তদন্ত রিপোর্টে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমানের দুটি ফুয়েল কন্ট্রোল সুইচই টেকঅফের কয়েক সেকেন্ডের মধ্যে 'রান' থেকে 'কাটঅফ' করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। এমনকি প্রতিবেদনে ককপিটে দুই পাইলট সুমিত সাভারওয়াল ও ক্লাইভ কুন্দরের কথোপকথনের কথাও উল্লেখ করা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File