ক্যান্সার রোগীআপনি কি জানেন ধূমপান না করলেও হতে পারে ফুসফুসের ক্যানসার?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, স্তন ক্যান্সারের পরেই ফুসফুসের ক্যান্সারের স্থান। ধূমপান করলে এই ক্যানসারের আশঙ্খা প্রায় ৭০ শতাংশ বাড়ে। শুধু প্রত্যক্ষ নয় পরোক্ষভাবেও শঙ্খা থেকেই যায়। যেমন, জিনগত বা বংশগত যদি কারোর ক্যান্সার থাকে তাহলে তাঁদের নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই রোগের মূলে যেহেতু নিকোটিন-সহ তামাকে থাকা অন্যান্য ক্ষতিকর উপাদান, তাই নিজে ধূমপান না করলেও চারপাশের ধূমপানের ধোঁয়া থেকেও দূরে থাকা আবশ্যিক অর্থাৎ সেই স্থান এড়িয়ে চলা উচিত। ডাইং ফ্যাক্টরি, আকরিকের খনি, ট্যানারি, রাস্তায় পিচ ঢালাই, নানা রাসায়নিক তৈরির ল্যাবরেটরি থেকেও ফুসফুসে ক্যান্সার হতে পারে।