Ahmedabad Plane Crash | জ্বালানি সুইচ বন্ধ হলো কিভাবে? বিমানের লেজই কি 'কালপ্রিট'? নতুন করে শুরু তদন্ত

Sunday, July 20 2025, 2:55 pm
highlightKey Highlights

তবে কি বিমানের লেজে বৈদ্যুতিক গোলযোগ? অভিশপ্ত বিমানের লেজের যন্ত্রাংশগুলিকে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা।


আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে দুই ইঞ্জিনের জ্বালানিই ‘রান’ (চালু) থেকে কাটঅফ (বন্ধ) মুডে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রশ্ন উঠছে, কিভাবে বন্ধ হলো সুইচ? সন্দেহ করা হচ্ছে বিমানের লেজে বৈদ্যুতিক গোলযোগের জেরে কোনও ভাবে বন্ধ হয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ সুইচ। AIBর এক আধিকারিক জানিয়েছেন, নতুন করে বিমানের লেজ পর্যবেক্ষণের সিদ্বান্ত নিয়েছেন তদন্তকারীরা। স্বস্তির কথা হলো বিমানের অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হলেও লেজের সমস্ত যন্ত্রপাতি উদ্ধার করা সম্ভব হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File