Covid vaccine: টিকাকরণে কাউকে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
এবার থেকে দেশের কোনো নাগরিককে মারণ করোনা ভাইরাসের টিকা নিতে বাধ্য করতে পারবে না কেউ। পাশাপাশি সকলকে করোনা বিধি মেনে চলতে হবে বলেই জানিয়েছে দেশের শীর্ষ আদালত।
দেশের নাগরিকদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার রায়ে এদিন দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে, এখন থেকে কোনও নাগরিককে করোনার টিকা নিতে বাধ্য করা যাবে না। পাশাপাশি আদালতের বক্তব্য অনুযায়ী একথা স্পষ্ঠ যে, কেন্দ্রের বর্তমান টিকা-নীতি যে অযৌক্তিক নয়।
সেই মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, রাষ্ট্র যেমন কাউকে করোনার টিকা নিতে বাধ্য করতে পারবে না, তেমনই এই কাজকে স্বেচ্ছাচার বলা যায় না। এছাড়াও টিকা নিয়ে অসুস্থতার বিষয়েও সোমবার শীর্ষ আদালত মন্তব্য করে। আদালত জানায়, টিকা নিয়ে শারীরিক অসুস্থতা হয়েছে এমন ঘটনা তথ্য সহকারে তালিকাবদ্ধ করতে হবে কেন্দ্রকে। সেই তথ্য জনসাধারণের সামনে আনতে হবে। তবে এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনওরকম আপোষ যাতে না হয়, সেই বিষয়ে নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, এতদিন টিকা না নেওয়া থাকলে ট্রেন ও বিমানযাত্রায় অনুমতি মিলছিল না। এই ব্যক্তিরা দোকান-বাজার-মলের মতো জনবহুল স্থানেও প্রবেশাধিকার পাচ্ছিলেন না। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, কোভিড আচরণ বিধি সকলকেই মানতে হবে। তবে টিকাবিহীন ব্যক্তিদের জনবহুল স্থানে যাওয়ায়, বা কোনও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া চলবে না। তবে সংক্রমণ কম থাকলেই এই বিষয়টি প্রযোজ্য হবে।
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, সোমবার নতুন করে দেশে করোনা ভাইরাসে (Coronavirus)আক্রান্ত হয়েছেন ৩১৫৭ জন, রবিবারও যা ছিল ৩৩২৪ জন। সেই তুলনায় সোমবার আক্রান্তের সংখ্যা খানিকটা নিম্নমুখী। একদিনে কোভিডের বলি দেশের ২৬ জন। এর মধ্যেই কেন্দ্রের তরফে ৮ থেকে ১২ বছর বয়সিদের টিকাকরণ শীঘ্রই চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
- Related topics -
- স্বাস্থ্য
- সুপ্রিম কোর্ট
- করোনা টিকা
- করোনা ভাইরাস