দেশ

ভারতের বাজারে আসবে না মন্দা, লোকসভায় দৃপ্ত কণ্ঠে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ভারতের বাজারে আসবে না মন্দা, লোকসভায় দৃপ্ত কণ্ঠে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Key Highlights

মূল্যবৃদ্ধির প্রশ্নে অভয় দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানালেন বেশিরভাগ অন্যান্য দেশের তুলনায় ভারত অর্থনীতির দিক থেকে অনেকটা এগিয়ে।

সোমবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন, ভারতে মন্দা বা ভারতের বাজার মন্দায় পড়ার কোনও প্রশ্নই আসে না। ব্লুমবার্গ সমীক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, ভারতে মন্দার সম্ভাবনা শূন্য। মূল্যবৃদ্ধি ইস্যুতে বিগত কয়েক সপ্তাহ ধরে সংসদ অচল থাকার পর এদিন অর্থমন্ত্রী তাঁর ভাষণে অভয় দিয়েছেন দেশবাসীকে।

লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ভারতের অর্থনীতি বেশিরভাগে দেশের থেকে ভালো। এবং তা দ্রুত বর্ধনশীল। তাই আমাদের বাজারে মন্দা আসার কোনও সম্ভাবনা নেই। অযথা বিরোধীরা এই ইস্যুতে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি বলতে চাই যে ভারতের রাজনীতিতে স্ট্যাগফ্লেশন বা প্রযুক্তিগত মন্দায় পড়ার কোনও প্রশ্নই আসে না। ভারতের মন্দায় পড়ার সম্ভাবনা আক্ষরিক অর্থেই শূন্য।

নির্মলা সীতারামন আরও বলেন, মূল্যবৃদ্ধি ইস্যুতে তথ্য-নির্ভর আলোচনার পরিবর্তে রাজনৈতিক বিষয়কেই বড় করে দেখা হচ্ছে এই ইস্যুতে। সেই বিষয়েই আলোচনা দাবি করা হচ্ছিল। বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এই ইস্যুতে। ৩০ জন সাংসদ এদিন মূল্যবৃদ্ধি ইস্যুতে কথা বলেছেন। তাঁদের অধিকাংশই তথ্যনির্ভর বক্তব্য থেকে বেরিয়ে রাজনৈতিক অবস্থান থেকে বক্তব্য রেখেছেন।

অর্থমন্ত্রীর কথায়, আমি দেশবাসীর উদ্দেশে বলতে চাই, আমরা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়েছি। আমরা ইতিমধ্যেই দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশের স্বীকৃতি আদায় করেছি। সরকার চেষ্টা করছে খুচরো মুদ্রাস্ফীতি কমিয়ে রাখতে। আর দেশবাসী যে ধৈর্য দেখিয়েছে, তার জন্য আমরা জনগণকে সম্পূর্ণভাবে কৃতিত্ব দিচ্ছি।


West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
SSKM | SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!