রাজ্য স্বাস্থ্য দফতর মেডিক্যাল কলেজের শিক্ষকদের জন্য নতুন বদলি নীতি নিয়ে এল

Tuesday, March 15 2022, 7:21 am
highlightKey Highlights

স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সকল মেডিক্যাল কলেজ ও স্নাতকোত্তর পাঠের হাসপাতালগুলিকে ভাগ করে চারটি জ়োনে রাখা হয়েছে।


রাজ্য স্বাস্থ্য দফতর একটি নির্দেশিকার মাধ্যমে জানিয়েছে, কলকাতা ও লাগোয়া শহরতলির বাইরে বাংলার যে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের কোনও না কোনও জেলায় চাকরি জীবনের অন্তত অর্ধেক সময় একলপ্তে কিংবা পর্যায়ক্রমে কাটাতেই হবে শিক্ষক-চিকিৎসকদের। তবে স্বাস্থ্য পরিষেবা ক্যাডার কিংবা প্রশাসনিক ক্যাডারদের মতো স্বাস্থ্য-শিক্ষা ক্যাডারের আওতায় থাকা শিক্ষক-চিকিৎসকদের যে নিয়মিত রুটিন বদলি হবে না, সে কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। 

শিক্ষক-চিকিৎসকদের বদলি হবে একমাত্র চিকিৎসা ও মেডিক্যাল পঠনপাঠনের স্বার্থেই।

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা 

আরও পড়ুন:  নয়া স্থল সীমান্ত আইন জারি করেছে চিন, চিনের এই নয়া আইনে উদ্বেগ প্রকাশ করল ভারত

Trending Updates

স্বাস্থ্য দফতরের এই নয়া নির্দেশিকা অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে মোট চারটি জ়োনে ভাগ করা হয়েছে। রাজ্যের সব ক’টি মেডিক্যাল কলেজ ও স্নাতকোত্তর পাঠের হাসপাতালগুলিকে ভাগ করে রাখা হয়েছে ওই চারটি জ়োনে। এর মধ্যে কলকাতা জ়োন-১। কলকাতার লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে জ়োন-২। পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা নিয়ে জ়োন-৩ এবং উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জ়োন-৪।

স্বাস্থ্য ভবন
স্বাস্থ্য ভবন

পাশাপাশি সন্তানের একক অভিভাবক, স্বামী-স্ত্রী উভয়েই শিক্ষক-চিকিৎসক, সন্তানের শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা এবং চিকিৎসকের নিজস্ব কোনও প্রতিবন্ধকতার ক্ষেত্রে অবশ্য তাঁদের কাজে যোগ দেওয়ার বা পোস্টিংয়ের বিষয়টি মানবিকতার সঙ্গে বিবেচনা করবে স্বাস্থ্য দফতর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File