WB Weather | বঙ্গোপসাগরে সাইক্লোন সার্কুলেশনের জের! দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি! জারি হলুদ সতর্কতা!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। যার জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত। বঙ্গ জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।


গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় চলেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিনও সকাল থেকেই ভিজছে তিলোত্তমা। আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পাশাপাশি সাইক্লোনিক সার্কুলেশনের সতর্কতাও বাংলায় জারি করেছে আবহাওয়া দফতর।

 সারাদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে
 সারাদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে

একেই চলতি বছর দেরিতে প্রবেশ করেছে বর্ষা। তারওপর শুরু কিছু দিন বেশ জমিয়ে বৃষ্টিপাত চললেও, দিন কয়েক আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা মিলছিলো না। ফলে আবারও বাড়ে অস্বস্তি। তবে রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সারাদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়। যার ফলে কিছুটা কমে তাপমাত্রা। গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। তবে  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

Trending Updates

উল্লেখ্য, মৌসম ভবন (Mausam Bhavan) সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আগামী মঙ্গবার অর্থাৎ ১৮ই জুলাই ঘনিভূত হতে পারে। ইতিমধ্যেই উত্তর ওড়িশা (North Odisha) ও দক্ষিণবঙ্গের ওপর বিস্তৃত আছে একটি নিম্নচাপ। যার ফলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ায় (Nadia)। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর (East Medinipur), পশ্চিম মেদিনীপুর (West Medinipur), ঝাড়গ্রামে (Jhargram)। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

 দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ জারি করা হয়েছে হলুদ সতর্কতা
 দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ জারি করা হয়েছে হলুদ সতর্কতা

সূত্রের খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্টিত অবস্থান করছিল বর্তমানে তা নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাটি উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। ঝাড়খণ্ডের ওপরও নিম্নচাপের প্রভাব রয়েছে। ক্রমশ এই ঘূর্ণাবর্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। ফলে কেবল আজই নয়, আগামীকালও দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। এরপর শুক্রবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে

অন্যদিকে, উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পরে একাধিক এলাকা। বন্যা পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা দল পাঠানোর কথা আগের দিনই ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। তবে হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কিছুটা কম বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এদিকে তাপমাত্রার হেরফেরের জেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে ঘরে ঘরে। শিশু থেকে শুরু করে এর থেকে রেহাই পাচ্ছেন না প্রাপ্ত বয়স্করাও। ফলে এই মরশুমে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশি থাকলে ডাক্তারের পরামর্শ নিতে বলা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File