Neeraj Chopra : ট্র্যাকে ফিরেই নয়া কীর্তি সোনার ছেলের।

Wednesday, June 15 2022, 7:54 am
highlightKey Highlights

নিজেই ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড। ফিনল্যান্ডে আয়োজিত Paavo Nurmi Games-এ নয়া নজির গড়লেন জ্যাভলিন থ্রোয়ার অ্যাথলেটিক নীরজ চোপড়া।


টোকিও অলিম্পিক্সে (৭ই আগস্ট, ২০২১) নিরাজ চোপড়া ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন। ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তিনিই হলেন অলিম্পিক্সে প্রথম সোনাজয়ী। তবে তাঁর জাভলিনে সর্বোচ্চ জাতীয় রেকর্ড ছিল ৮৮.০৭ মিটারের। গত বছরের মে মাসে পাতিয়ালায় তিনি এই রেকর্ড গড়েছিলেন।

পাভো নুরমি গেমসে (Paavo Nurmi Games) রেকর্ড গড়ার দিনে রূপো জিতে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ফিনল্যান্ডের Oliver Helander ৮৯.৮৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন। এরপরেই Neeraj Chopra।

২৪ বছর বয়সী নিরাজ ১০ মাসের বিরতি নিয়ে এই প্রথমবার আন্তর্জাতিক ইভেন্টে নেমেছিলেন। অলিম্পিক্সে সোনা জয়ের পর দেশে তাঁকে নিয়ে টানাটানি পড়েছিল। একাধিক ইভেন্ট থেকে শুরু করে বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছিল। বিরতি নিয়ে নতুন করে অনুশীলন শুরু করেন তিনি। আর নেমেই এল পদক। তিনি আগেই জানিয়েছিলেন তাঁর লক্ষ্য ৯০ মিটার। জ্যাভলিনের জগতে যেটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলে মনে করা হয়।

ধীরে ধীরে দূরত্ব বাড়ানোই তাঁর লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজেনে ১৫-২৪ জুলাই আয়োজিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপেই সেই লক্ষ্যটা নিয়েছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File