Thomas Cup 2022: রেকর্ড চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে খেতাব জয় ভারতের

Monday, May 16 2022, 8:01 am
highlightKey Highlights

ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা! ৭৩ বছরের ইতিহাসে খেতাব জিতেছিল ৫টি দল, ষষ্ঠ দল হিসাবে টুর্নামেন্ট জিতল ভারত।


প্রথমবার থমাস কাপের ফাইনালে উঠেই ব্যাংককে ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় শাটলাররা। ফাইনালে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ও কিদাম্বি শ্রীকান্ত পরপর তিনটি ম্যাচ জেতায় ভারত থেতাব নিজেদের নামে করে।

'জন গণ মন' জাতীয় সঙ্গীত, চোখের জলে ইতিহাস উদযাপন করল Team India
'জন গণ মন' জাতীয় সঙ্গীত, চোখের জলে ইতিহাস উদযাপন করল Team India

এর আগে ১৪ বার থমাস কাপ জিতেছে ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের সফলতম দল এটিই। চিন এবং মালেশিয়া যথাক্রমে ১০টি ও ছয়টি করে খেতাব জিতেছে। একটি করে থমাস কাপ রয়েছে জাপান, ডেনমার্কের দখলে। এবার সেই তালিকায় নাম লেখাল শ্রীকান্ত, প্রণয়দের ভারত। ষষ্ঠ দল হিসাবে জিতল এই টুর্নামেন্ট জেতে ভারতীয় দল। তবে ভারত প্রথমবার ফাইনালে উঠেই জিতে নিল ঐতিহাসিক খেতাব। তাও আবার ইন্দোনেশিয়ার বিরুদ্ধে।

ভারতীয় ব্যাডমিন্টন দল ইতিহাস গড়েছে। ভারত টমাস কাপ জেতায় গোটা দেশ উচ্ছ্বসিত। আমাদের দক্ষ দলকে অনেক অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। খেলোয়াড়দের আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে এই জয়।

নরেন্দ্র মোদি (PM Modi) ট্যুইট করেছেন

মালেশিয়ার অলিম্পিক্স ব্রোঞ্জজয়ী অ্যান্টনি জিন্টিংয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৮-২১, ২১-১৭ ও ২১-১৬ স্কোরলাইনে ম্যাচ জেতেন লক্ষ্য সেন। এরপর ডাবলস ম্যাচে সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি জুটিও নিজেদের ম্যাচে মহম্মদ আহসান এবং কেভিন সুকামূলজোর কাছে ১৮-২১ ফলে প্রথম গেম হারেন। তবে ফের প্রত্যাবর্তন। 

গোটা ভারতের কাছে এ এক গর্বিত মুহূর্ত 
গোটা ভারতের কাছে এ এক গর্বিত মুহূর্ত 

চারটি গেম পয়েন্ট বাঁচিয়ে ২৩-২১ স্কোরে দ্বিতীয় ও ২১-১৯ স্কোরে তৃতীয় গেম জিতে নিয়ে ম্যাচ জেতেন সাত্যিক-চিরাগ। প্রথম দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত জোনাথন ক্রিস্টিকে হারালেই খেতাব ভারতের হয়ে যেত। ঠিক সেই কাজটিই করেন শ্রীকান্ত। ২১-১৫, ২২-২১ স্কোরে, স্ট্রেট গেমে ম্যাচ জিতে ভারতের হয়ে খেতাব সুনিশ্চিত করেন তারকা শাটলার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File