দেশ

APJ Abdul Kalam-এর স্মৃতিধন্য অ্যাকাডেমির অনুদান বন্ধের ভাবনা কেন্দ্রের!

APJ Abdul Kalam-এর স্মৃতিধন্য অ্যাকাডেমির অনুদান বন্ধের ভাবনা কেন্দ্রের!
Key Highlights

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের অনুদান বন্ধ করতে চলেছে। মন্ত্রকের অধীনে থাকা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইতিমধ্যে বিষয়টি নিয়ে অ্য়াকেডেমিকে ইতিমধ্যে একজোড়া চিঠি পাঠিয়েছে।

ফের ভারত সরকারের আরও এক নতুন সিদ্ধান্ত নয়া বিতর্ক। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের (Indian National Academy of Engineering) অনুদান বন্ধ করতে চলেছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (DST)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (MST) অধীনে থাকা এই বিভাগ থেকে ইতিমধ্যে একজোড়া চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষকে।

আগামী ২০২৫ সালের ৩১ মার্চের পর থেকে অনুদান বন্ধ হবে। তারপর নিজেদের খরচ জোগার করতে হবে অ্যাকাডেমিকেই। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন দেশের প্রথমসারীর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা। যদিও ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির দাবি, এই সিদ্ধান্ত এখনও বিবেচনাধীন।

জন্মলগ্ন থেকেই দেশের প্রথমসারীর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অধিকাংশই এই অ্যাকাডেমির (INAE) সঙ্গে জড়িয়ে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম প্রাক্তন রাষ্ট্রপতি তথা মিসাইলম্যান ডক্টর এপিজে আবদুল কালাম (Dr APJ Abdul Kalam)। এছাড়া প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ডক্টর অনিল কাকোদকর (Dr Anil Kakodkar) বা ভারতীয় মহাকাষ গবেষণা সংস্থার (ISRO) প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরিরঙ্গনের মতো নাম এখনও আছেন এই অ্যাকাডেমির সঙ্গে।

১৯৮৭ সালে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (INAE) তৈরি হয়। ভারতের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই অ্যাকাডেমি ইঞ্জিনিয়ারিং শিক্ষা, উন্নতি এবং গবেষণার পাশাপাশি ইন্ডাষ্ট্রির সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের যোগাযোগ নিয়ে কাজ করে। এই অ্যাকাডেমির সদর দপ্তর দিল্লিতে।


Cyclone Fengal | নভেম্বরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ফেনজাল'! কোথায় ল্যান্ডফল করবে এই সাইক্লোন?
AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo