Saltlake news: হোটেল রুমে বিবস্ত্র প্রেমিকা ও যুবকের ঝুলন্ত দেহ ঘিরে ঘোর চাঞ্চল্য

Thursday, November 3 2022, 7:31 am
highlightKey Highlights

উত্তর ২৪ পরগণার অন্তর্গত এক গেস্টহাউসে পুলিশকে দরজা খুলে দেখেন, বিবস্ত্র প্রেমিকা ও যুবকের ঝুলন্ত দেহ।


গতকাল অর্থাৎ ২ রা নভেম্বর, বুধবার রাতে ঐ গেস্ট হাউস থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শোনা যায়। পুলিশ সূত্রে খবর, বিধাননগর দক্ষিণ থানায়  ফোন করে স্থানীয়রা রিপোর্টও করেন। তাতে বলা হয়, একটি রুমের মধ্যে থেকে প্রচণ্ড চিৎকার হচ্ছে যার জন্যে অন্য গেস্টদের সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

এমন খবর পেয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার সাত সকালে সল্টলেকের ঐ গেস্টহাউসে পুলিশ গিয়ে দেখে একজন যুবকের গলায় ওড়নার ফাঁস লাগানো এবং বিছানায় বিবস্ত্র অবস্থায় তার প্রেমিকা।

Trending Updates

এমতাবস্থায়, তড়িঘড়ি তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সংজ্ঞাহীন হয়ে পড়ায় তরুণীকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, মৃত তরুণ পুরুলিয়ার বাসিন্দা এবং ভুয়ো পরিচয়ে প্রেমিকার সঙ্গে ওই গেস্ট হাউসে থাকছিলেন। তারা লিভ-ইন-এ ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File