সরষের তেলের দামে পতন! সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি

Monday, April 11 2022, 3:42 pm
highlightKey Highlights

সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। অনেকটাই দাম কমল সরষের তেলের। অভ্যন্তরীন বাজারে গরমের জেরে চাহিদা কমতেই তৈলবীজের দাম কমেছে।


তেলের ব্যাপারে ভারত এখনও অনেকটাই আমদানি নির্ভর। দেশীয় উৎপাদন বাড়ালে বিশেষজ্ঞরা বলছেন, তাতে আখেরে ভারতের লাভই হবে। কারণ, সেক্ষেত্রে 10-12 টাকা কমতে পারে দাম। দেখা নেওয়া যাক কুইন্টাল প্রতি কত হল দাম?

স্বস্তি পেল আমজনতা, পতন দেশীয় তেলের দামে 

শিকাগো এক্সচেঞ্জের বৃদ্ধির প্রভাব সোমবার পড়তে চলেছে মালয়েশিয়া এক্সচেঞ্জেও। এক্ষেত্রে বিভিন্ন মহল মনে করছে, কেন্দ্রের দেশীয় তেল উৎপাদনে আরও বেশি নজর দেওয়া উচিৎ। কারণ আমদানি করা তেলের তুলনায় দেশে উৎপাদিত তেলের মূল্য 10-12 টাকা কম হয়। খুব স্বাভাবিক ভাবেই, পাইকারি বাজারে দাম কমলে তার প্রভাব খুচরো বাজারেও পড়বে, যা স্বস্তি দেবে সাধারণ মানুষকে।

তেল ও তৈলবীজের দাম শনিবারে কেমন গেল? দেখে নেওয়া যাক

সরষে তৈলবীজের দাম - 7,450-7,500 প্রতি কুইন্টাল (42% কন্ডিশন মূল্য)বাদাম তৈলবীজের দাম - 6,725-6,820 প্রতি কুইন্টালসয়া মিল ডেলিভারি (ইন্দোর) - 15,700 প্রতি কুইন্টালসয়াবিন বীজ - প্রতি কুইন্টাল 7,750-7,800 টাকা।সয়া - প্রতি কুইন্টাল 7,450-7,550 টাকা




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File