Andhra Pradesh | গ্রানাইট কারখানায় ধস, অন্ধ্রপ্রদেশে মৃত ওড়িশার ৬ শ্রমিকের

Sunday, August 3 2025, 4:23 pm
highlightKey Highlights

অন্ধ্রপ্রদেশের একটি গ্রানাইট কারখানাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। তাঁদের সকলের বাড়ি ওডিশায়।


অন্ধ্রপ্রদেশে এক গ্রানাইট কারখানায় ধসে মৃত্যু হলো ৬ জন শ্রমিকের। পুলিশ সূত্রে খবর, বাপাটলা জেলার বাল্লিকুরাভা এলাকার একটি বেসরকারি গ্রানাইট খাদানে কাজ চলছিল। সেখানে কর্মরত ছিলেন ১৬ জন শ্রমিক। কাজ চলাকালীন হঠাৎ একটি অংশের পাথর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত ১০ জনকে নরসারাওপেট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, দুর্ঘটনায় মৃতদের মধ্যে দু'জনের বাড়ি ওডিশায়। মৃতদের নাম ভাস্কর বিশোই এবং টুকুনা দালেই। পুলিশের অনুমান, খাদানে নিরাপত্তা ব্যবস্থায় খামতি ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File