‘নতুন মুখ’ আসছে সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজে! এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে ‘বি-টাউনে’

‘হীরামান্ডি’র হাত ধরে ৪৫ বছর পর ফের বলিউডে ফিরছেন ’৭০ দশকের ‘বলিউড-ডিভা’ মুমতাজ। এ বার সরাসরি তাকে দেখা যাবে দর্শকের অন্দরমহলে।
সঞ্জয় লীলা বনসালী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’র হাত ধরে প্রায় ৪৫ বছর পর বলিউডে ফিরছেন ’৭০ দশকের ‘বলিউড-ডিভা’ মুমতাজ।
মনীষা কৈরালার সঙ্গে সঞ্জয় লীলা বনসালীর হাত ধরে ফের পর্দায় ফিরছেন মুমতাজ
‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তির অনেক আগেই তার প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-র কথা দর্শকদের জানিয়েছিলেন বনসালী। ওটিটি মঞ্চে এই সিরিজই তাঁর প্রথম কাজ হতে চলেছে, বলে জানিয়েছেন পরিচালক। এই সিরিজের তারকা সমাবেশ এখনই বেশ নজর কেড়েছে দর্শকদের। মুমতাজ ছাড়াও এই সিরিজে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিন্হা, রিচা চড্ডা, হুমা কুরেশি, অদিতি রাও হায়দরির মতো অভিনেতা-অভিনেত্রীদের।
সঞ্জয়ের ওয়েব সিরিজে কাজ করার কথা জানিয়ে অভিনেত্রী মুমতাজ জানিয়েছিলেন, ‘‘পরিচালকের দফতর থেকে আমার কাছে ফোন এসেছিল, ‘হীরামান্ডি’তে কাজ করার প্রস্তাবও দেওয়া হয় আমাকে। আমি এখনও আমার ভূমিকা নিয়ে পরিষ্কার কিছু জানতে পারিনি। ৪৫ বছর পর অভিনয়ে ফিরে আমি আমার দর্শকদের দেখিয়ে দিতে চাই, আমি এখনও অভিনয় করতে পারি।’’
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।