সেলিব্রিটি

বাদশার গানে ডান্স ফ্লোর মাতালেন মহেন্দ্র সিং ধোনি, দুবাইয়ের পার্টির ভিডিও ভাইরাল করলেন ধোনি পত্নী সাক্ষী

বাদশার গানে ডান্স ফ্লোর মাতালেন মহেন্দ্র সিং ধোনি, দুবাইয়ের পার্টির ভিডিও ভাইরাল করলেন ধোনি পত্নী সাক্ষী
Key Highlights

ক্রিকেটপ্রেমীদের কাছে প্রকাশ পেল মহেন্দ্র সিং ধোনির অন্যরূপ। কখনও দেখা যাচ্ছে ডিজের ভূমিকায় তো কখনও ডান্স ফ্লোর কাঁপাচ্ছেন।

দুবাইয়ের এক পার্টির ভি়ডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বার্থ ডে পার্টিতে ধোনি ধামাকার সেই ভিডিওগুলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন স্ত্রী সাক্ষী। অনেকেই ধোনিকে অন্য মুডে দেখে তা ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়।

বাদশার হিট গানের তালে ধোনি ও হার্দিক পরস্পরের কাঁধে হাত রেখে নাচলেন

একটি জন্মদিনের পার্টিতে যোগ দিতে সপরিবারে ধোনির দুবাই সফর। মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলের ডিরেক্টর অব ক্রিকেট গোছের পদে বসানোর পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। হার্দিক পাণ্ডিয়াকে পাকাপাকিভাবে টি ২০ অধিনায়কও করা হবে। তার আগে ধোনির সঙ্গে এই বার্থ ডে পার্টিতে দেখা গেল হার্দিক পাণ্ডিয়া এবং ঈশান কিষাণকে। তাঁরা নিউজিল্যান্ড সফরে ভারতের টি ২০ দলের হয়ে খেলেছেন। হার্দিক ওডিআই সিরিজে বিশ্রামে রয়েছেন। ঈশানের জায়গায় হয়নি শিখর ধাওয়ানের দলে।

ধোনিরা যে বার্থ ডে পার্টিতে গিয়েছিলেন সেখানে হাজির ছিলেন জনপ্রিয় গায়ক বাদশা। ধোনির পরনে ছিল কালো স্যুট ও সাদা শার্ট। হার্দিকের পরনে ছিল কালো পোশাক। পার্টি যত এগিয়েছে ততই ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে। ধোনি ও সাক্ষীকে একটি ভিডিওয় একসঙ্গেও দেখা গিয়েছে। দুবাইয়ে ধোনি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে কিছুক্ষণের জন্য পার্টিতে ডিজের ভূমিকাও পালন করলেন।

ক্রিকেট মাঠে ফেরার আগে ধোনি রয়েছেন ফুরফুরে মেজাজেই। ইউএস ওপেন দেখতে গিয়েছিলেন। প্রাক্তন সতীর্থ কেদার যাদব থেকে শুরু করে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের সঙ্গে ধোনিকে গলফ কোর্সেও দেখা গিয়েছে। রাঁচিতে তিনি সম্প্রতি টেনিস প্রতিযোগিতাতেও অংশ নেন। সেখানে তিনি ডাবলস খেতাবও জেতেন। ক্রিকেট থেকে তিনি যখন দূরে, তখন নিজেকে ফিট রাখতেই ধোনি টেনিস খেলছেন বলে মনে করা হচ্ছে।

চেন্নাই সুপার কিংসের মিনি অকশনের স্ট্র্যাটেজি ঠিক করতে চেন্নাইতেও গিয়েছিলেন। ভারতের বিভিন্ন শহরে বাণিজ্যিক অনুষ্ঠানেও যোগ দেন। তবে দুবাইয়ে বার্থ ডে পার্টিতে ধোনিকে যে মেজাজে পাওয়া গেল তার নজির বিশেষ নেই।


Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
IndiGo | বিপাকে ইন্ডিগো! পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব অ্যাভিয়েশনকে ৯৪৪ কোটি জরিমানা আয়কর দফতরের!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo