সেলিব্রিটি

বাদশার গানে ডান্স ফ্লোর মাতালেন মহেন্দ্র সিং ধোনি, দুবাইয়ের পার্টির ভিডিও ভাইরাল করলেন ধোনি পত্নী সাক্ষী

বাদশার গানে ডান্স ফ্লোর মাতালেন মহেন্দ্র সিং ধোনি, দুবাইয়ের পার্টির ভিডিও ভাইরাল করলেন ধোনি পত্নী সাক্ষী
Key Highlights

ক্রিকেটপ্রেমীদের কাছে প্রকাশ পেল মহেন্দ্র সিং ধোনির অন্যরূপ। কখনও দেখা যাচ্ছে ডিজের ভূমিকায় তো কখনও ডান্স ফ্লোর কাঁপাচ্ছেন।

দুবাইয়ের এক পার্টির ভি়ডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বার্থ ডে পার্টিতে ধোনি ধামাকার সেই ভিডিওগুলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন স্ত্রী সাক্ষী। অনেকেই ধোনিকে অন্য মুডে দেখে তা ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়।

বাদশার হিট গানের তালে ধোনি ও হার্দিক পরস্পরের কাঁধে হাত রেখে নাচলেন

একটি জন্মদিনের পার্টিতে যোগ দিতে সপরিবারে ধোনির দুবাই সফর। মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলের ডিরেক্টর অব ক্রিকেট গোছের পদে বসানোর পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। হার্দিক পাণ্ডিয়াকে পাকাপাকিভাবে টি ২০ অধিনায়কও করা হবে। তার আগে ধোনির সঙ্গে এই বার্থ ডে পার্টিতে দেখা গেল হার্দিক পাণ্ডিয়া এবং ঈশান কিষাণকে। তাঁরা নিউজিল্যান্ড সফরে ভারতের টি ২০ দলের হয়ে খেলেছেন। হার্দিক ওডিআই সিরিজে বিশ্রামে রয়েছেন। ঈশানের জায়গায় হয়নি শিখর ধাওয়ানের দলে।

ধোনিরা যে বার্থ ডে পার্টিতে গিয়েছিলেন সেখানে হাজির ছিলেন জনপ্রিয় গায়ক বাদশা। ধোনির পরনে ছিল কালো স্যুট ও সাদা শার্ট। হার্দিকের পরনে ছিল কালো পোশাক। পার্টি যত এগিয়েছে ততই ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে। ধোনি ও সাক্ষীকে একটি ভিডিওয় একসঙ্গেও দেখা গিয়েছে। দুবাইয়ে ধোনি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে কিছুক্ষণের জন্য পার্টিতে ডিজের ভূমিকাও পালন করলেন।

ক্রিকেট মাঠে ফেরার আগে ধোনি রয়েছেন ফুরফুরে মেজাজেই। ইউএস ওপেন দেখতে গিয়েছিলেন। প্রাক্তন সতীর্থ কেদার যাদব থেকে শুরু করে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের সঙ্গে ধোনিকে গলফ কোর্সেও দেখা গিয়েছে। রাঁচিতে তিনি সম্প্রতি টেনিস প্রতিযোগিতাতেও অংশ নেন। সেখানে তিনি ডাবলস খেতাবও জেতেন। ক্রিকেট থেকে তিনি যখন দূরে, তখন নিজেকে ফিট রাখতেই ধোনি টেনিস খেলছেন বলে মনে করা হচ্ছে।

চেন্নাই সুপার কিংসের মিনি অকশনের স্ট্র্যাটেজি ঠিক করতে চেন্নাইতেও গিয়েছিলেন। ভারতের বিভিন্ন শহরে বাণিজ্যিক অনুষ্ঠানেও যোগ দেন। তবে দুবাইয়ে বার্থ ডে পার্টিতে ধোনিকে যে মেজাজে পাওয়া গেল তার নজির বিশেষ নেই।


Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!
Monks | পাশ করা IIT-র মতো দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে! লক্ষ টাকার চাকরি পেয়েও সব মোহো ত্যাগ করে আজ তারা সন্ন্যাসী!
Summer Plants | গরমে ঘরে যেন জ্বলছে আগুন! আবহওয়া শীতল করতে এসি নয়, লাগান গাছ! গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছগুলো!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali