Russia Population: পুতিন রাশিয়ান নারীদের আরও বেশি সন্তান উৎপাদন ও পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন

Friday, August 19 2022, 10:26 am
highlightKey Highlights

“Mother Heroine” | রাশিয়ায় ১০ সন্তানের জন্ম দিলে মহিলাদের সরকারের পক্ষ থেকে অর্থ দেওয়া হবে, জানাল পুতিন।


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) সে দেশের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এবার থেকে রুশ মহিলাদের অন্তত দশটি করে সন্তানের জন্ম দিতে হবে। সেই কাজের ‘পুরস্কার’ হিসাবে কিছু টাকা দেওয়া হবে ওই মহিলাদের। 

কোভিড অতিমারীর পরেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া (Russia)। মূলত এই দুটি কারণেই রাশিয়ার জনসংখ্যা ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে। দেশকে জনবহুল করে তুলতেই নয়া দাওয়াই পুতিনের। তবে এই প্রকল্প ঘিরে যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

ঠিক কী পরিকল্পনা করেছে রাশিয়া? সেদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ জেনি ম্যাথার্স জানিয়েছেন, দশটি সন্তানের জন্ম দিতে হবে প্রত্যেক রুশ মহিলাকে। তাঁর দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরেই সেই মহিলাকে এককালীন টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। তবে আর্থিক সহায়তা পাওয়ার অন্যতম প্রধান শর্ত, প্রত্যেকটি সন্তানকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। সমস্ত বিষয় খতিয়ে দেখে এক মিলিয়ন রুবল দেওয়া হবে রুশ সরকারের পক্ষ থেকে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ তেরো লক্ষ টাকারও বেশি। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে "মাদার হেরোইন"।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File