স্বাস্থ্য

ভারতে হানা দিয়েছে মাঙ্কিপক্স, এই রোগের প্রকোপ থেকে বাঁচতে সরকার কী মেনে চলার পরামর্শ দিচ্ছে জানুন

ভারতে হানা দিয়েছে মাঙ্কিপক্স, এই রোগের প্রকোপ থেকে বাঁচতে  সরকার কী মেনে চলার পরামর্শ দিচ্ছে জানুন
Key Highlights

ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ পাওয়া গেল কেরলে। এই পরিস্থিতিতে কোন কোন বিষয়ে খেয়াল বলছে সরকার? বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কী কী নিয়ম মানতে হবে, জানুন বিস্তারিত

কেরলে পাওযা গেল ভারতের মধ্যে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত একব্যক্তিকে। এই বিষয়ে জানা মাত্রই এই সংক্রমণ থেকে বাঁচতে কেন্দ্র সরকারের তরফে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত এই সময় যারা বিদেশযাত্রা করছেন, তাদেরকে অধিক মাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে।

মাঙ্কিপক্স সংক্রমণের বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কী কী বলা হয়েছে?

  • কারও ত্বকে কোনও ক্ষত থাকলে, তাঁর থেকে দূরে থাকুন। এই ক্ষত মাঙ্কিপক্সের লক্ষণ হতে পারে। কারও যৌনাঙ্গে ক্ষত থাকলে আরও সাবধান।
  • মৃত বা জীবন্ত বন্যপ্রাণী যেমন ইঁদুর বা কাঠবিড়ালি, এবং প্রাইমেট (বানর, বনমানুষ)- সহ ছোট স্তন্যপায়ী প্রাণীর থেকেও দূরে থাকতে বলা হয়েছে। 
  • বন্যপ্রাণীর মাংস খাওয়া বা রান্না করা থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আফ্রিকা থেকে বহু পণ্য আসে, যেগুলি বন্যপ্রাণী থেকে প্রাপ্ত। এই ধরনের ক্রিম, লোশন, পাউডার ব্যবহার করাও এড়ানো উচিত বলে পরামর্শ দেওয়া হয়েছে। 
  • যাঁরা ইতিমধ্যেই মাঙ্কিপক্স আক্রান্ত হয়েছেন বা সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে, তাঁদের ব্যবহৃত পোশাক, বিছানাপত্র থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যেহেতু আক্রান্ত ব্যক্তি বিদেশ থেকেই মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে এসেছেন বলে মনে করা হচ্ছে, তাই বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশি মাত্রায় সচেতন থাকতে বলা হচ্ছে সরকারের তরফে।