খেলাধুলা

Mohun Bagan | মোহনবাগান থেকে সরলো 'এটিকে'! 'মোহনবাগান সুপারজায়ান্ট' নামে মাঠে নামবে দল!

Mohun Bagan | মোহনবাগান থেকে সরলো 'এটিকে'! 'মোহনবাগান সুপারজায়ান্ট' নামে মাঠে নামবে দল!
Key Highlights

জুন থেকেই নতুন মোহনবাগান সুপারজায়ান্ট' নামে খেলতে নামবে সবুজ-মেরুন দল। ক্লাবে যোগ দিতে পারেন জেসন কামিন্স। জুলাই মাসে আসবেন এমিলিয়ানো মার্টিনেজ।

মোহনবাগানের আগে আর রইলো না 'এটিকে' (ATK)। এবার থেকে 'মোহনবাগান সুপারজায়ান্ট' (Mohun Bagan Super Giant) নামে খেলবে সবুজ-মেরুন দল।আইএসএল (ISL) চ্যাম্পিয়নের দিনই মাঠে দলের নাম পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। এবার আজ অর্থাৎ ১৭ই মে বুধবার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, জুন মাস থেকেই নতুন নামে মাঠে নামবে শতাব্দীপ্রাচীন ক্লাব।

৩ বছর আগে এটিকের সঙ্গে সংযুক্তিকরণ হয়ে মোহনবাগান হয় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবে এটিকে সরানোর দাবিতে দীর্ঘদিন বিক্ষোভ চালিয়েছিলেন একদল বাগান জনতা। অরপিএসজি গ্রুপের (ORPSG Group) প্রধান সঞ্জীব গোয়েঙ্কা বাগান জনতার সেই দাবি মেনে নেন। উল্লেখ্য, এই বছর আইএসএল চ্যাম্পিয়ন (ISL Champion) হয়েছে মোহনবাগান। ফাইনালে বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) টাইব্রেকারে (Tiebreaker) হারিয়ে বাজিমাত করেন প্রীতম কোটালরা (Pritam Kotalra)।

আইএসএল জেতার দিনই গোয়ার মাঠ থেকে বাগান জনতাদের উদ্দেশ্যে খুশির খবর ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান সমর্থকদের আশ্বাস দেন দলের নতুন কমিটি ক্ষমতায় এলেই সরানো হবে এটিকে। এবার সেই আশ্বাসই সত্যি হল। বুধবার বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হয়, ৩১ মে-র পরই সরে যাচ্ছে এটিকে। ১লা জুন থেকে নতুন নাম মোহনবাগান সুপারজায়ান্টসে খেলবে গঙ্গাপারের ক্লাব। এদিন মোহনবাগানের অফিসিয়াল টুইটার পেজ (Twitter Page) থেকেও জানানো হয় একই বিষয়।

সামনের মরসুমের জন্য দল গোছাতে কোমড় বেঁধে নেমে পড়েছে মোহনবাগান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার (Australia's World Cup) জেসন কামিন্সকে (Jason Cummins) আনার ব্যাপারে তৎপর ম্যানেজমেন্ট। অন্যদিকে, ক্লাবে পা রাখতে চলেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)।

গত সোমবার রাতে মোহনবাগানের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী ৪ জুলাই সন্ধ্যায় ক্লাবে পা রাখবেন এই বিশ্বজয়ী তারকা। স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তের (Shatadru Dutta) উদ্যোগে কলকাতায় আসছেন কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস (Golden Gloves) জয়ী মার্টিনেজ। সূত্রের খবর, ওইদিন কলকাতা পুলিশের একটি ম্যাচে অতিথি হিসেবে মোহনবাগানে যাবেন তিনি।

সম্প্রতি কলকাতায় এসে মহামেডান মাঠে (Mahamedan Ground) একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন ব্রাজিলের বিশ্বজয়ী অধিনায়ক কাফু (Cafu)। ডিবু নামে পরিচিত আর্জেন্টাইন তারকার ম্যাচ খেলার সম্ভাবনা নেই। তবে দর্শকদের সামনে নিজের স্কিল দেখাতে পারেন লিওনেল মেসির (Lionel Messi) এই সতীর্থ। সেদিনই মার্টিনেজকে সম্মান জানাবে মোহনবাগান ক্লাব। ফলে পর পর সুখবরের জেরে বেশ খোশ মেজাজে রয়েছেন সবুজ-মেরুন জনতারা।


Saif Ali Khan Attack | মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছুরি! রক্তে ভিজে গিয়েও হেঁটেই হাসপাতালে ঢোকেন সইফ
IIT Baba | অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার-ডিজাইনে মাস্টার্স-ফটোগ্রাফার! বিলাসবহুল ভবিষ্যৎ ছেড়ে মহাদেবের চরণে 'IIT বাবা'
Malda | মালদহে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চললো গুলি! অভিযোগ তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে
IIT Student Death । আইআইটির হোস্টেলরুমে ঝুলছে ছাত্রের মৃতদেহ , দরজা খুলে হতবাক বাবা মা
Schoolgirls forced to remove shirt । ৮০ জন ছাত্রীকে শার্ট খোলালেন প্রিন্সিপাল, শুধু ব্লেজার পরেই ফিরতে হলো বাড়ি
RG KAR Hearing live । 'তিলোত্তমা' কাণ্ডে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে সোমবার, তাঁর দিদি বললেন, ''দোষ করেছে শাস্তি পাবে'
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo