রাজপথ হল কর্তব্যপথ! ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লির বুকে তৈরী হল আরও এক ইতিহাস। ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রানাইট পাথরে খোদাই করে এই মূর্তি তৈরি করা হয়েছে। ওজন প্রায় ৬৫ মেট্রিক টন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নেতাজি সুভাষ চন্দ্র বসুর উচ্চতা প্রায় ২৮ ফুট লম্বা বলে জানা যাচ্ছে। অন্যদিকে এদিন রাজপথের নাম বদলে কর্তব্যপথ করা হল। তবে এভাবে রাজপথের নাম বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
কোনও ক্ষতি হবে না এই মূর্তির, নেতাজির মুর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
গত ২১শে জানুয়ারি ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কথা জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমর জওয়ান জ্যোতি যে জায়গাতে ছিল সেখানেই নেতাজির মূর্তি বসানোর পরিকল্পনা নেওয়া হয়। সেই মতো শুরু হয় কাজ। দু'লক্ষ ৮০ হাজার কিলোর গ্রানাইট পাথর একেবারে খোদাই করে নেতাজির বিশাল এই মূর্তি তৈরি করা হয়েছে। এই সৃষ্টি তৈরি করার পিছনে রয়েছেন মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ। তাঁর নেতৃত্বেই এই কাজ হয়েছে বলে জানা যায়। বলা হচ্ছে, আগামী ১০০ বছরেও নেতাজির এই মূর্তির কোনও ক্ষতি হবে না। এটি অক্ষত থাকবে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে ঐতিহাসিক এই নেতাজির মূর্তির উদ্বোধন হয়। সেই সময়ে ইন্ডিয়ান নেভির ব্যান্ড আজাদ হিন্দ ফৌজের 'কদম কদম বড়ায়ে যা' গানের সুর বাজান। এছাড়াও শাখ সহ নানা রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানকে তুলে ধরা হয় সেই সময়কে। জানা গিয়েছে, নেতাজির জীবনের উপর ১০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠান দেখানো হবে। শুক্র, শনি ও রবিবার দেখানো হবে। সবথেকে বড় কথা এটি ড্রোনের মাধ্যমে দেখানো হবে বলে জানা গিয়েছে।
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- ভারত
- ইন্ডিয়া গেট