দেশ

PM-SHRI Yojana-তে কীভাবে উপকৃত হবেন? শিক্ষক দিবসের দিনই বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!

PM-SHRI Yojana-তে কীভাবে উপকৃত হবেন? শিক্ষক দিবসের দিনই বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!
Key Highlights

আগামী দিনে সারাদেশের স্কুলগুলোর চিত্র পাল্টে যেতে চলেছে। শিক্ষক দিবসে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM-SHRI যোজনার মাধ্যমে স্কুলগুলিকে একেবারে ঢেলে সাজানো হবে। সোশ্যাল মিডিয়াতে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক ভাবে দেশের 14500 টি স্কুলকে আধুনিক স্তরে আপগ্রেড করা হবে বলেও জানিয়েছেন তিনি।

PM-SHRI প্রকল্পের অধীনে স্কুলগুলিকে উন্নত এবং আপগ্রেড করা হবে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এটি বড়সড় পদক্ষেপ বলে মনে করছে শিক্ষামহল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অফিসিয়াল টুইটার থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলছেন, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া (PM-SHRI) স্কিমের অধীনে, সারা দেশে 14,500টি স্কুলকে উন্নত, আপগ্রেড করা হবে। অপর একটি টুইটে প্রধানমন্ত্রী জানাচ্ছেন, রাষ্ট্রীয় শিক্ষা নীতিকে মাথায় রেখে PM-SHRI যোজনার মাধ্যমে স্কুলগুলি সম্পূর্ণ ভাবে আধুনিক এবনবগ একেবারে মডেল স্কুলে পরিণত করা হবে বলে উল্লেখ তাঁর। PM-SHRI স্কুলগুলি শিক্ষা প্রদানের একটি আধুনিক, রূপান্তরমূলক এবং সামগ্রিক পদ্ধতি অনুসরণ করবে বলেও জানানো হয়েছে।

কার্যত শিক্ষা ক্ষেত্রে বিপ্লব আনতেই একেবারে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, মূলত উদ্ভাবনি শিক্ষার উপরেই জোর দেওয়া হবে। যে পড়াশুনা থেকে প্রকৃত শিক্ষালাভ করা যায় তাতেই থাকবে গুরুত্ব। সেই শিক্ষা ব্যবস্থাতে থাকবে স্মার্ট এবং ডিজিটাল ক্লাসরুম, অত্যাধুনিক প্রযুক্তি, খেলাসধুলোর ব্যবস্থা থেকে আরও অত্যাসধুনিক ব্যবস্থা থাকবে বলে জানা যাচ্ছে। এই যোজনা কার্যকর করা হলে কয়েক লাখ পড়ুয়া উপক্রিত হবে বলে মনে করা হচ্ছে।


Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও
Myanmar Update | মৃত্যুপুরী মায়ানমারে ফিল্ড হাসপাতাল বানাচ্ছে ভারত, পরিষেবা দেবেন ১১৮ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
বিশ্বভারতীর অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তবে এখনই সমস্ত পড়ুয়ারা ক্লাস করতে পারবে না