আবহাওয়া

Mocha Cyclone | ক্রমশ এগোচ্ছে 'মোকা'! ঘূর্ণিঝড় মোকাবিলা করতে প্রস্তুত পশ্চিমবঙ্গ-বাংলাদেশ

Mocha Cyclone | ক্রমশ এগোচ্ছে 'মোকা'! ঘূর্ণিঝড় মোকাবিলা করতে প্রস্তুত পশ্চিমবঙ্গ-বাংলাদেশ
Key Highlights

বৃহস্পতিবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মোকা'। প্রত্যক্ষ প্রভাব না পড়লেও জেলায় জেলায় হবে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি।

বৃহস্পতিবার রাতেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে 'মোকা' (Mocha)। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে প্রস্তুত বাংলাদেশ (Bangladesh)। আবহাওয়া দফতর সূত্রে খবর, এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকলেও, ঘন্টায় আট কিলোমিটার বেগে  উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে  'মোকা' ।

সূত্রের খবর, ১২ই মে রাতের পর অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে  'মোকা'। এরপর ১৪ই মে দুপুরে হবে ল্যান্ডফল। এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও, বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম ছাড়া রাজ্যের আর কোনও জেলায় আপাতত তাপপ্রবাহ হবে না। ১৩ই মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টিতে স্বস্তি মিললেও, ১৫ই মে-র পর থেকে ফের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি তৈরী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ১৮ মে থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বা প্রবণতা বাড়বে।

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের সমুদ্রের মধ্যভাগ উত্তাল হবে বলে খবর। যার ফলে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই উপকূলে ফেরত আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

 'মোকা' ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশের চার সমুদ্রবন্দরেই  জারি করা হয়েছে সতর্কবার্তা। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকা আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ছ’টায় চট্টগ্রাম (Chittagong) সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার (Cox's Bazar) সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা (Mongla) সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার এবং পায়রা (Pyara) সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই ঘূর্ণিঝড় আরও ঘনীভূত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এবং পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলেও খবর।

জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার,যা দমকা হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নিয়ে বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহম্মদ এনামুর রহমান (Mohammad Enamur Rahman) জানান, আগামী শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় ‘মোকা’ দেশে প্রভাব ফেলতে পারে। তবে সম্ভাব্য সুপার সাইক্লোনের মোকাবিলা করতে প্রস্তুত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ।


Arshad Nadeem | পিএসবির বিরোধিতা, জ্যাভলিন তারকা আরশাদের কোচকে আজীবন নির্বাসন পাকিস্তান স্পোর্টস বোর্ডের!
Artificial Intelligence | এবার ক্লাস 'থ্রি' থেকেই দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI-র) পাঠ, উদ্যোগী শিক্ষামন্ত্রক
Durgapur Gang Rape | দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণকাণ্ডে পুলিশের জালে ৩, পলাতক ২
NH10 | শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তায় ধস মেরামতির উদ্যোগ, টানা ৪ দিন বন্ধ থাকবে NH-10!
Pakistan | TLP-আন্দোলনের ২য় দিনে রক্তাক্ত ইসলামাবাদ! পুলিশের গুলিতে মৃত ১১, গৃহযুদ্ধের আশংকা পাক-ভূমিতে
Weather Update | ছিটেফোঁটা বৃষ্টির আশঙ্কা মহানগরীতে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া
Breaking News | ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ১২টি অ্যাওয়ার্ড বাগালো ‘লাপাতা লেডিস’! ১৬তম অ্যাওয়ার্ড কিং খানের ঝুলিতে