খেলাধুলা

Mitali Raj: প্রয়োজনে অবসর ভেঙে ফের ২২ গজে ফিরতে পারেন মিতালি

Mitali Raj: প্রয়োজনে অবসর ভেঙে ফের ২২ গজে ফিরতে পারেন মিতালি
Key Highlights

ফের ব্যাট হাতে ক্রিকেটের ২২ গজে মাঠে নামতে চলেছেন মিতালি রাজ।

গত মাসেই অবসর ঘোষণা করেছিলেন ভারত অধিনায়ক মিতালি রাজ৷ আইসিসি মহিলা বিশ্বকাপের কয়েকমাস পরে তথা দীর্ঘ ২৩ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে ক্রিকেটপ্রেমীদের মন ভেঙে ২২ গজকে আলবিদা জানিয়েছিলেন তিনি৷ জানিয়েছিলেন ব্যাট হাতে আর দেখা যাবে না তাঁকে৷ তবে এবার মিলল অন্য ইঙ্গিত৷ অবসর ভেঙে ফের ২২ গজে ফিরতে চাইছেন তিনি। আগামী বছর থেকে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। সেই প্রতিযোগিতায় খেলতে চান ভারতীয় মহিলি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এমনটাই জানা যাচ্ছে।

মহিলাদের আইপিএল ২০২৩ সালে ভারতেই আয়োজিত হবে ৷ বিসিসিআই-এর তরফে জানানো হয়েছিল, মহিলা আইপিএল-এর প্রথম মরশুমে অংশ নিতে পারে ছ’টি দল। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্যই অবসর ভেঙে দ্বিতীয় ইনিংস শুরু করতে চান মিতালি৷ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘এই অপশনটা খোলা রাখতে চাইছি। খেলার সম্ভাবনা রয়েছে৷ তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। মহিলা আইপিএল শুরুর আগে এখনও খানিকটা সময় আছে আমার হাতে। তবে এই প্রতিযোগিতায় যোগ দিতে পারলে ভালই লাগবে।”

দীর্ঘ ২৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর অবসর নিয়েছেন মিতালি৷ কেমন কাটছে অবসর জীবন? এ প্রসঙ্গে মিতালি বলেন, অবসর নেওয়ার পর জীবন কিছুটা ধীরগতিতে চলছে। এখন আর সারা দিনের পরিকল্পনা করতে হয় না। আগামী সপ্তাহ বা সিরিজ নিয়ে ভাবতে হয় না। অবসর নেওয়ার পরেই আমি কোভিড আক্রান্ত হই। সুস্থ হওয়ার পর সিনেমার প্রচারের কাজে কিছু দিন ব্যস্ত ছিলেন তিনি। প্রসঙ্গত, চলতি মাসেই মিতালির বায়োপিক ‘শাবাশ মিঠু’ মুক্তি পেয়েছে। ছবির প্রচারে কলকাতাতেও এসেছিলেন তিনি৷

অবসর নিলেও ব্যস্ততা কমেনি। ক্রিকেটজীবনের মতোই ব্যস্ততা রয়েছে। এই সব ব্যস্ততা যখন আর থাকবে না, তখন বুঝতে পারব অবসর জীবন ঠিক কী রকম। মাত্র ১৬ বছরে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছিল মিতালির। দীর্ঘ ক্রিকেটজীবনে বহু খেলোয়াড়কে কাছ থেকে দেখেছেন। ভারতের নতুন মহিলা ক্রিকেটারদের মধ্যে শেফালি বর্মার কথা উল্লেখ করেছেন তিনি। আমি শেফালির খেলার বড় ভক্ত। শেফালি এমন এক জন ক্রিকেটার যে একার হাতে ভারতকে ম্যাচ জেতাতে পারে। যে কোনও দল এবং যে কোনও বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলার দক্ষতা রাখে ও৷ শেফালির মতো ক্রিকেটার একটা প্রজন্মে এক জনই হয়।

ভারত অধিনায়ক মিতালি রাজ


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo