Loksabha 2024: খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করবেন মোদী!

Wednesday, January 11 2023, 12:49 pm
highlightKey Highlights

লোকসভা নির্বাচনের আর মাত্র ১৪-১৫ মাস বাকি। তাই সেই নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই সেরে ফেলতে চান মোদি। মন্ত্রিসভা ও দলীয় সংগঠন পর্যায়ে একত্রে রদবদল সেই প্রস্তুতিরই অংশ।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত "কর্মক্ষমতা" এর ভিত্তিতে মন্ত্রিসভা পুনর্গঠনের জন্য যেতে পারেন, কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীরা প্রান্তে রয়েছেন বলে জানা গেছে।  আগামী ১৫ থেকে ২৫শে জানুয়ারির মধ্যেই এই রদবদলের সম্ভাবনা রয়েছে। 

সূত্রের খবর, দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে "পরিবর্তন করার" সময় এসেছে। দলের একজন বয়োজ্যেষ্ঠ নেতা জানিয়েছেন যে গুজরাট, হিমাচল প্রদেশ এবং দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের পরে, প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে গুজরাটে ঐতিহাসিক বিজয় সত্ত্বেও, তিনি ফলাফলে খুব বেশি খুশি নন। 

যদিও এটা দেখা বাকি আছে যে কোন নেতারা কুঠারের মুখোমুখি হতে পারেন, প্রস্তাবিত রদবদলটি এই বছর নয়টি রাজ্যের আসন্ন নির্বাচন এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনের উপর নজর রেখে করা হবে। এ বছর যে নয়টি রাজ্যে ভোট হবে তা হল কর্ণাটক, ছত্তিশগড়, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও রাজস্থান। জানা গেছে, পুনর্গঠিত মন্ত্রিসভায় ভোটপ্রার্থী রাজ্যের সাংসদদের স্থান দেওয়া হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File