রাজনৈতিকবুধবার তৃতীয়বার এর জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার ছিল মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শপথ পাঠের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন মুখ্যমন্ত্রীর। হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বাংলা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। "মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখছি," বলেন রাজ্যপাল।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে অনাড়ম্বর ও সংক্ষিপ্ত। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। এছাড়াও ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব।