SIR | সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ায় না, খসড়া তালিকা প্রকাশের আগে সরব নির্বাচন কমিশন
Sunday, December 14 2025, 5:59 pm
Key Highlightsশুধুমাত্র সন্দেহের বশেই একজনকে ‘বাংলাদেশি’ দাগিয়ে দেওয়া হচ্ছে বলে SIR শুরু হওয়া থেকে একই জল্পনা রাজ্যেও।
বঙ্গে SIR শুরু হতেই অবৈধ অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছেন। হাকিমপুরের সীমান্তবর্তী এলাকা হোক বা লালগোলা সীমান্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বহু ছবি প্রকাশ্যে এসেছে। এবার পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ‘বাংলাদেশি’ দাগিয়ে পুশব্যাকের বিষয়ে মুখ খুলল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ‘বাংলাদেশি’ বলে সন্দেহ হলেই, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। কোনও নাগরিককে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করা হলে সে ক্ষেত্রে EROকে লিখিত আকারে অভিযোগ জানানো যাবে।
- Related topics -
- রাজ্য
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- নির্বাচন কমিশন
- বাংলাদেশ
- ভারত
- ভোট প্রচার
- ই-ভোটার কার্ড

