দুয়ারে সরকার সংক্রান্ত বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানুন এর পিছনে কী কারণ রয়েছে

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

রাজ্যে নভেম্বর মাস জুড়ে চলেছে দুয়ারে সরকারের কার্যক্রম এরইমধ্যে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানেতৃণমূল সরকার দুটি বড় সিদ্ধান্ত নিল।


জনকল্যাণমূলক পরিষেবা প্রদানের সরকারি কর্মসূচি শেষ হওয়ার আগেই তা আরও পাঁচ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই দুয়ারে সরকার নিয়ে আরও বড়সড় ঘোষণা করা হল।

দুয়ারে সরকার নিয়ে আরও বৃহৎ সিদ্ধান্ত নেওয়া হল তৃণমূল সরকারের পক্ষ থেকে, জানুন কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে

গত বুধবার অর্থাৎ ৩০শে নভেম্বর ছিল এবারের দুয়ারের সরকারের শেষদিন। কিন্তু শেষ দিনেও শেষ হল না, এল সুখবর। জানা গিয়েছে, দুয়ারে সরকারে বর্তমানে আরও দুটি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছেএর পাশাপাশি দুয়ারে সরকারের। তার সঙ্গে ছিল ভ্রাম্যমান পরিষেবা। শেষ দিনে পাঁচ দিন বর্ধিত দুয়ারে সরকারে ঘোষণায় চমক দেওয়া হয়ছিল।

কিন্তু শুক্রবার ফের যে সিদ্ধান্ত ঘোষণা করা হল, তারপর প্রশ্ন উঠছে, কেন রাজ্য সরকার দুয়ারে সরকার এভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে? দুয়ারে সরকারে অভূতপূর্ব সাড়া দেখে শুক্রবার নবান্নে বৈঠক হয়। সই বৈঠকে দুয়ারে সরকারের মেয়াদ বৃ্দ্ধির কথা ঘোষণা করেন মুখ্যসচিব। প্রথমে ৫ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। এবার তা বাড়ানো হল ৩১ ডিসেম্বর পর্যন্তন্ধ

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের আগে এটাই শেষ দুয়ারে সরকার। তাই কি আসন্ন পঞ্চায়েতে দুয়াররে সরকারের ফায়দা তুলতে বা দুয়ারে সরকারের মাধ্যমে জনগণকে আরও পরিষেবা দিতে এই ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার? কেননা ৩০ নভেম্বরের জায়গায় ৩১ ডিসেম্বর পর্যন্ত দুয়ারের সরকারের ক্যম্পের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত অভূতপূর্ব এবং অস্বাভাবিকও বটে। এদিন একটি নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

২০২২-এর শেষ দুয়ারে সরকার শুরু হয়েছিল ১ নভেম্বর। ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি নির্ধারিত ছিল। একইসঙ্গে চলছিল পাড়ায় পাড়ায় সমাধান। কিন্তু শেষ দিনে হঠাৎ করেই বদল হয় সিদ্ধান্তে। মানুষের সাড়া দেখে জেলাশাসক, বিডিও ও জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সিদ্ধান্ত নেন পাঁচদিন তা বর্ধিত করার। সেইমতো তিনি বৈঠকে জানিয়ে দেন সমস্ত জেলাশাসক, বিডিও ও স্বাস্থ্য কর্তাদের। কিন্তু তার দুদিন পরে কেন সিদ্ধান্ত বদলে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল দুয়ারে সরকার, সে প্রশ্ন সবার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File