Plane Crashes in 2025 | আহমেদাবাদ-ঢাকার পর রাশিয়া! ২০২৫ সালে এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনায় বলি ৫২৫!

২০২৫ সালের শুরু থেকেই বিশ্ব জুড়ে একের পর বিমান দুর্ঘটনা (plane crash) ঘটে চলেছে। বছরের সাত মাসের মধ্যেই আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা (air india plane crash), বাংলাদেশে বিমান দুর্ঘটনার মতো মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ববাসী। তথ্য বলছে, ২০২৫ এর ২৪শে জুলাই পর্যন্ত এই বছরে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পক্ষে ৫২৫ জনের! দেখে নেওয়া যাক ২০২৫ সালের প্রথম সাত মাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনার সারসংক্ষেপ সম্পর্কে-
২০২৫ সালের শুরু থেকেই বিশ্ব জুড়ে একের পর বিমান দুর্ঘটনা (plane crash) ঘটে চলেছে। বছরের সাত মাসের মধ্যেই আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা (air india plane crash), বাংলাদেশে বিমান দুর্ঘটনার মতো মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ববাসী। সেই ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৪সে জুলাই ফের ভেঙে পড়লো যাত্রীবাহী বিমান! গন্তব্যে পৌঁছনোর কিছুক্ষণ আগেই ৫০জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলো রাশিয়ার বিমান।।তবে কয়েক ঘন্টার মধ্যেই সেই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায় চিনের সীমান্তের কাছে। তথ্য বলছে, ২০২৫ এর ২৪শে জুলাই পর্যন্ত এই বছরে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পক্ষে ৫২৫ জনের! দেখে নেওয়া যাক ২০২৫ সালের প্রথম সাত মাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনার সারসংক্ষেপ সম্পর্কে-
পটোম্যাক রিভার মিড-এয়ার সংঘর্ষ (ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র) । Potomac River Mid‑Air Collision :
২০২৫ সালের ২৯শে জানুয়ারী ওয়াশিংটন ডিসিতে দুই বিমানের মধ্যে সংঘর্ষ হয়। রিগান জাতীয় বিমানবন্দরের কাছে Bombardier CRJ-700 (আমেরিকান ঈগল ফ্লাইট 5342) বিমান এবং মার্কিন সেনাবাহিনীর UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় উভয় বিমানের ৬৭ জন আরোহীর মৃত্যু হয়। ২০০১ সালের পর এই বিমান দুর্ঘটনাকে সবচেয়ে মারাত্মক মার্কিন বাণিজ্যিক বিমান দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

লাইট এয়ার সার্ভিস বিচক্র্যাফ্ট ১৯০০ (দক্ষিণ সুদান) । Light Air Service Beechcraft 1900 :
২০২৫ সালের ২৯শে জানুয়ারি দক্ষিণ সুদানে টেকঅফের পরেই ভেঙে পরে Beechcraft 1900D বিমানটি। এই বিমান দুর্ঘটনায় (plane crash) মৃত্যু হয় ২০ জনের। প্রাণে রক্ষা পান ১ জন।
মেড জেটস ফ্লাইট০৫৬ (ফিলাডেলফিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র) । Med Jets Flight 056 :
২০২৫ সালের ৩১শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্টের উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় ভেঙে পরে লিয়ারজেট ৫৫ মেডেভ্যাক ফ্লাইটটি। টেকঅফের পরেই ভেঙে পরে ওই বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানে থাকা ৬ জন-সহ দুর্ঘটনাস্থল তথা ওই আবাসিক এলাকায় থাকা ২ জনের। পাশাপাশি হয় হন ২০ জনেরও বেশি মানুষ।

বেরিং এয়ার ফ্লাইট৪৪৫ (আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র) । Bering Air Flight 445 :
২০২৫ সালের ৬ই ফেব্রুয়ারী একটি Cessna ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান বিমান হিমায়িত আলাস্কায় ভেঙে পরে। বিমানে থাকা ১০জনেরই মৃত্যু হয়। আবহাওয়া খারাপ থাকার কারণে এবং বরফের কারণে উদ্ধার কার্যক্রমও ব্যাহত হয়।
অ্যারোলিনিয়া ল্যানহসা ফ্লাইট০১৮ (রোটান, হন্ডুরাস) । Aerolínea Lanhsa Flight 018 :
২০২৫ সালের ১৭ই মার্চ টেকঅফের পরেই একটি জেটস্ট্রিম৩২ বিমান সমুদ্রের ওপর ভেঙে পরে। দুর্ঘটনায় বিমানটিতে থাকা ১৮ জন আরোহীর মধ্যে ১৩ জন নিহত হন। নিহতদের তালিকার মধ্যে একজন সুপরিচিত স্থানীয় গায়ক-রাজনীতিবিদও ছিলেন। বেঁচে যান পাঁচজন।
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা । Air India plane crash in Ahmedabad :
১৯৯৬ সালের চরখি দাদরি বিমান দুর্ঘটনার পর ২০২৫ সালে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ভারতের বিমান দুর্ঘটনার (plane crash in india) মধ্যে সবচেয়ে ভয়াবহ, মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ২০২৫ সালের ১২ই জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফের কয়েক মিনিটের মধ্যেই একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পরে লন্ডনগামী বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানটি। ওই বিমানে ২৩০ জন যাত্রী-সহ ১২ জন ক্রু ছিলেন। যার মধ্যে অলৌকিকভাবে কেবল একজন যাত্রী ছাড়া সকলের মৃত্যু হয়। যাত্রী ও ক্রু মেম্বার মিলিয়ে ২৪১ জন ছাড়াও ওই হস্টেলে থাকা পড়ুয়া এবং আশেপাশে থাকা সাধারণ নাগরিক মিলিয়ে আরও ২৮ থেকে ৩৩ জনের মৃত্যু হয়। যার ফলে মোট মৃতের সংখ্যা প্রায় ২৭৪ জনে পৌঁছে যায়।

২০২৫ সালে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা (air india plane crash) কীভাবে এবং কেন ঘটে তা এখনও স্পষ্ট জানা যায়নি (এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত)। জানা গিয়েছে, টেকঅফের কয়েক মিনিটের মধ্যেই পাইলটরা 'মে ডে' (Mayday) কল জারি করেন। সেই মুহূর্তে বিমানটির উচ্চতা ছিল প্রায় ৬২৫ ফুট উপরে। কিন্তু 'মে ডে' কলের উত্তর পাওয়ার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে মেঘানী নগরের মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পরে বিমানটি। সংঘর্ষের পরেই বিমানটিতে ভয়াবহ আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১জন যাত্রী ছাড়া সকলের।
ভারতে ঘটা মর্মান্তিক এই বিমান দুর্ঘটনার (plane crash in india) নেপথ্যে কারণ কী তার তদন্ত চলছে। ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয় আহমেদাবাদে এই এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার (air india plane crash) জন্য বর্ধিত রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এই বিমান দুর্ঘটনার কারণ তদন্তের দায়িত্বে আছেন AAIB (UK), NTSB (USA), DGCA, Boeing এবং GE-এর আন্তর্জাতিক তদন্তকারীরা। প্রাথমিক তদন্ত রিপোর্টে, কোনও এক পাইলটের দ্বারা ভুলবশত ফুয়েল সুইচ বন্ধ করে দেওয়া অর্থাৎ বিমানে জ্বালানি কেটে ফেলার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। তবে এই দাবি কতটা সত্যি তা নিয়ে জোর জল্পনা চলছে।

জিউশ এভিয়েশন ফ্লাইট ১ (লন্ডন সাউথেন্ড, ইউকে) । Zeusch Aviation Flight 1 :
২০২৫ সালের ১৩ জুলাইতে লন্ডন সাউথেন্ড থেকে কিছুটা পথ অতিক্রম করার পর ভেঙে পরে নেদারল্যান্ডসগামী জিউশ এভিয়েশন ফ্লাইট ১। এই বিমান দুর্ঘটনা (plane crash) প্রাণ কাড়ে ক্রু এবং যাত্রীসহ ৪ জনের।
বাংলাদেশ বিমান বাহিনীর FT-৭ জেট দুর্ঘটনা (ঢাকা, বাংলাদেশ) । Bangladesh Air Force FT‑7 Jet Crash :
২০২৫ সালের ২১শে জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে বাংলাদেশে। ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ভেঙে পড়ে বাংলাদেশ এয়ার ফোর্সের এফটি ৭ বিজিআই চিনা যুদ্ধবিমান। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল। ফলে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা (plane crash) প্রাণ কাড়ে ২৫ নিরীহ শিশু-সহ পাইলট ও একজন শিক্ষিকার। আহত হয়েছেন অন্তত ১৭০ জন।

আঙ্গারা এয়ারলাইন্স অ্যানটোনভ আন-২৪ দুর্ঘটনা (আমুর অঞ্চল, রাশিয়া) । Angara Airlines Antonov An‑24 Crash :
২০২৫ সালের ২৪শে জুলাই রাশিয়ায় বিমান দুর্ঘটনা (plane crashes in russia) ঘটে। এদিন সকালে চিনের সীমান্ত লাগোয়া টাইনডার উদ্দেশ্যে রওনা দেওয়া ওই বিমানটি মাঝ আকাশ থেকে উধাও হয়ে যায়। গন্তব্যের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকার সময় হঠাৎই র্যাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। তবে কয়েক ঘন্টার মধ্যেই সেই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায় চিন সীমান্তের কাছে। জানা গিয়েছে, ওই বিমানে ৬ জন বিমানকর্মী সহ ৪৩ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ৫ জন শিশুও ছিল। দুর্ঘটনার পর ক্রু মেম্বার ও যাত্রীদের কী অবস্থা তা এখনও জানা যায়নি। তবে রাশিয়ায় বিমান দুর্ঘটনায় (plane crashes in russia) বড় বিপদেরই আশঙ্কা করা হচ্ছে।

২০২৫ সালে ঘটা বেশিরভাগ বিমান দুর্ঘটনা (plane crash) টেকঅফ বা অবতরণের সময় ঘটেছে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত, এই দুর্ঘটনার কারণ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি বা দুর্বল রক্ষণাবেক্ষণ হতে পারে। ফলে পুরাতন বিমান এবং পুরাতন বহরের তদারকি দরকার। তথ্য বলছে, ২০১৫ সল্ থেকে ২০২৪ সল্ পর্যন্ত বিমান দুর্ঘটনায় গড়ে প্রাণ গিয়েছে প্রায় ২৮৪ জনের। কিন্তু সেখানে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত বিশ্বজুড়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৫২৫ জনের।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- আমদাবাদ
- বাংলাদেশ
- ঢাকা
- মার্কিন যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- বিমান
- বিমান দুর্ঘটনা
Contents ( Show )
- পটোম্যাক রিভার মিড-এয়ার সংঘর্ষ (ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র) । Potomac River Mid‑Air Collision :
- লাইট এয়ার সার্ভিস বিচক্র্যাফ্ট ১৯০০ (দক্ষিণ সুদান) । Light Air Service Beechcraft 1900 :
- মেড জেটস ফ্লাইট০৫৬ (ফিলাডেলফিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র) । Med Jets Flight 056 :
- বেরিং এয়ার ফ্লাইট৪৪৫ (আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র) । Bering Air Flight 445 :
- অ্যারোলিনিয়া ল্যানহসা ফ্লাইট০১৮ (রোটান, হন্ডুরাস) । Aerolínea Lanhsa Flight 018 :
- আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা । Air India plane crash in Ahmedabad :
- জিউশ এভিয়েশন ফ্লাইট ১ (লন্ডন সাউথেন্ড, ইউকে) । Zeusch Aviation Flight 1 :
- বাংলাদেশ বিমান বাহিনীর FT-৭ জেট দুর্ঘটনা (ঢাকা, বাংলাদেশ) । Bangladesh Air Force FT‑7 Jet Crash :
- আঙ্গারা এয়ারলাইন্স অ্যানটোনভ আন-২৪ দুর্ঘটনা (আমুর অঞ্চল, রাশিয়া) । Angara Airlines Antonov An‑24 Crash :
- পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File