Ahmedabad Plane Crash | DNA পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ! 'ভুল দেহ পাঠানো হয়েছে'-বিস্ফোরক দাবি ব্রিটেনের পরিবারের

Wednesday, July 23 2025, 2:20 pm
highlightKey Highlights

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর ভুল দেহ পেয়েছেন মৃতদের পরিবার! এমনই অভিযোগ এনেছেন ব্রিটেনের দুই পরিবার।


১২ই জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানযাত্রী এবং সাধারণ মানুষ সহ ২৬০ জনের। সরকারি হাসপাতালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্ত করে তাঁদের মধ্যে ১২ জনের দেহ তুলে দেওয়া হয়েছিল ব্রিটেনে পরিবারের হাতে। এরপরেই ২ পরিবার অভিযোগ এনেছেন ভুল দেহ পাঠানো হয়েছে তাঁদের। দুই পরিবারের আইনজীবী জানান, লন্ডনে ডিএনএ পরীক্ষা করে জানা গিয়েছে তাঁদের আত্মীয়দের একজনের দেহাবশেষ একেবারেই ভুল ছিল। অপরজনের দেহাবশেষের সঙ্গে মিশে ছিল অন্য কারোর দেহ। অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে বিদেশমন্ত্রক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File