আন্তর্জাতিক

ব্যাঙ্কিং সংক্রান্ত বড় নিয়ম বদল হতে চলেছে ১লা অক্টোবর থেকে, গ্রাহকেরা জন্য সময়সীমা জারি করল RBI

ব্যাঙ্কিং সংক্রান্ত বড় নিয়ম বদল হতে চলেছে ১লা অক্টোবর থেকে, গ্রাহকেরা জন্য সময়সীমা জারি করল RBI
Key Highlights

আগামী ১লা অক্টোবর থেকে ব্যাঙ্কিং সেক্টর সম্পর্কিত নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে।

আগামী ১ অক্টোবর থেকে কার্ড-অন-ফাইল টোকেনাইজেশন নিয়ম শুরু হতে চলেছে। জানা গিয়েছে মূলত, কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্যই এই নতুন নিয়ম চালু করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, টোকেনাইজেশন ব্যবস্থায় পরিবর্তনের পর কার্ডধারীরা আরও সুবিধা ও নিরাপত্তা পাবেন।

টোকেনাইজেশন সিস্টেমটি আসলে কী? জানুন এর উদ্দেশ্য

RBI-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই নতুন নিয়মের উদ্দেশ্য হল, ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট আগের থেকে আরও নিরাপদ করা। মূলত, গত কয়েকদিন ধরে ক্রেডিট ও ডেবিট কার্ড নিয়ে প্রতারণার বহু রিপোর্ট সামনে আসছিল। কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর, গ্রাহকেরা যদি ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে অনলাইন বা পয়েন্ট অফ সেল (POS) বা অ্যাপ মারফত লেনদেন করেন, সেক্ষেত্রে সমস্ত বিবরণ এনক্রিপ্টেড কোডে সংরক্ষণ করা হবে।

টোকেনাইজেশন সিস্টেম সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ডের ডেটাকে “টোকেন”-এ রূপান্তর করে। যার মাধ্যমে আপনার কার্ডের তথ্য ডিভাইসে লুকিয়ে রাখা সম্ভব হয়। এই প্রসঙ্গে RBI জানিয়েছ, "যেকোনো ব্যক্তি টোকেন ব্যাঙ্কে অনুরোধ করে কার্ডটিকে টোকেনে রূপান্তর করতে পারেন। সর্বোপরি, কার্ড টোকেনাইজ করার জন্য কার্ডধারীকে কোনো চার্জও দিতে হবে না। এমতাবস্থায়, আপনি যদি আপনার কার্ডটিকে একটি টোকেনে রূপান্তর করেন, সেক্ষেত্রে যেকোনো শপিং ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইটে আপনার কার্ডের তথ্য টোকেনের মাধ্যমে সংরক্ষণ করা যেতে পারে।"

প্রসঙ্গত উল্লেখ্য, RBI-র এই নতুন নিয়মে গ্রাহকের অনুমতি না নিয়ে তাঁর ক্রেডিট লিমিট বাড়ানো যাবে না। শুধু তাই নয়, যদি কোনো অর্থ প্রদান করা না হয় সেক্ষেত্রে শুল্ক বা ট্যাক্সের মত সুদ যোগ করার সময় তা ক্যাপিটালাইজ করা যাবে না।


Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
SSKM | SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের
Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Breaking News | যাদবপুর ছাত্রী মৃত্যুতে তদন্তকারীদের হাতিয়ার ঝিলপাড়ের বাথরুমের সিসিটিভি ফুটেজ!