রাজ্য

Madhyamik Result 2025 | প্রকাশিত হল মাধ্যমিকের ফল, রাজ্যে প্রথম দশে ৬৬ পড়ুয়া! দেখে নিন সম্পূর্ণ মেধা তালিকা

Madhyamik Result 2025 | প্রকাশিত হল মাধ্যমিকের ফল, রাজ্যে প্রথম দশে ৬৬ পড়ুয়া! দেখে নিন সম্পূর্ণ মেধা তালিকা
Key Highlights

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আজ ২মে, শুক্রবার সকাল ন’টায় পর্ষদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। পাশের নিরিখে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয়ে কালিম্পং, তৃতীয়ে কলকাতা। চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। রাজ্যে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদ্রিত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। একনজরে দেখে নিন প্রথম দশের মেধা তালিকা।

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আজ ২মে, শুক্রবার সকাল ন’টায় পর্ষদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। পাশের নিরিখে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয়ে কালিম্পং, তৃতীয়ে কলকাতা। চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। রাজ্যে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদ্রিত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। একনজরে দেখে নিন প্রথম দশের মেধা তালিকা।

প্রথম: অদ্রিত সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)।  প্রাপ্ত নম্বর =৬৯৪।

দ্বিতীয়: অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির),  সৌম্য পাল। প্রাপ্ত নম্বর= ৬৯৩।

তৃতীয়: ঈশানী চক্রবর্তী। প্রাপ্ত নম্বর = ৬৯৩।

চতুর্থ: মহম্মদ সেলিম। প্রাপ্ত নম্বর = ৬৯২।

পঞ্চম: সিনচ্যান নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। প্রাপ্ত নম্বর= ৬৯১।

ষষ্ঠ: অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল),  বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল, রুদ্রনীল মান্না, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল। প্রাপ্ত নম্বর= ৬৯০।

সপ্তম: দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক।  প্রাপ্ত নম্বর = ৬৮৯।

অষ্টম: অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মহম্মদ ইনজামুল হক, সৃজন প্রামাণিক, শুভ্র সিনহা মহাপাত্র, স্পন্দন মল্লিক, সৃজনী ঘোষ, কাকলী মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, অবন্তিকা রায়।  প্রাপ্ত নম্বর = ৬৮৮।

নবম: দেবাঙ্গন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার, নিশা ঘোষ, ময়ূখ বসু, অয়ন নাগ, অঙ্কুশ জানা, ঐশিক জানা, প্রজ্জ্বল দাস, অনীশ দাস। প্রাপ্ত নম্বর = ৬৮৭।

দশম: হামিদা বানু, প্রিয়ম পাল, অদ্রিত হালদার, সন্ময় দাস, স্বাগতা সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস। প্রাপ্ত নম্বর = ৬৮৬।


Kolkata Rooftop Restaurant | কলকাতার সমস্ত রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ! বড়বাজার-কাণ্ডের পর সিদ্ধান্ত পুরসভার!
Ganga Expressway | জাতীয় সড়কে নামছে পর পর রাফাল, মিরাজ ও সুখোইয়ের মতো যুদ্ধবিমান! শুরু যুদ্ধের প্রস্তুতি?
Madhyamik 2025 Result | মাধ্যমিকে ৬৯৬ পেয়ে প্রথম আদৃত সরকার! প্রথম দশে ৬৬ পড়ুয়া! দেখুন পুরো মেধাতালিকা!
Weather Update | কালো মেঘে ছেয়েছে কলকাতার আকাশ, একনজরে মহানগরীর সম্পূর্ণ আবহাওয়া আপডেট
Srinagar Airport | পহলেগাঁও হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের স্কেচের সঙ্গে মুখের মিল! শ্রীনগর বিমানবন্দরে আটক ব্যক্তি!
Pegasus Case | 'দেশের সুরক্ষার জন্য সরকারের স্পাইওয়ার ব্যবহারে ভুল নেই'! পেগাসাস মামলার শুনানিতে বক্তব্য সুপ্রিম কোর্টের!
Kashmir | জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে কাশ্মীরের বেশ কয়েক জায়গায়! বন্ধ করে দেওয়া হলো ৪৮টি পর্যটনকেন্দ্র!