রাজ্য

Madhyamik 2023 Result | মাধ্যমিক ২০২৩ এর রেজাল্ট কীভাবে দেখবেন!

Madhyamik 2023 Result | মাধ্যমিক ২০২৩ এর রেজাল্ট কীভাবে দেখবেন!
Key Highlights

২০২৩ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে মে মাসেই। জানুন কীভাবে রেজাল্ট দেখতে পাবেন অনলাইন বা এসএমএসের মাধ্যমে।

চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2023) ফলাফল বেরোতে পারে মে মাসেই। প্রতি বছরই হাজার হাজার পরীক্ষার্থীরা অপেক্ষা করেন তাদের ফলাফল দেখার জন্য। তবে অনেকেই বুঝে উঠতে পারেন না কীভাবে জানতে পারবেন তাদের পরীক্ষার রেজাল্ট। যার ফলে প্রায়শই নির্ভর করতে হয় অন্যের ওপর। কিন্তু আপনার কাছে যদি কম্পিউটার বা স্মার্ট ফোন থাকে তবে অনায়াসেই অনলাইনে (Online) বা এসএমএসের (SMS)-র মাধ্যমে বাড়িতে বসেই দেখতে পারবেন পরীক্ষা ফলাফল।

 পশ্চিমবঙ্গ পর্ষদের পড়ুয়াদের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য, মাধ্যমিক পরীক্ষা এই বছর অর্থাৎ ২০২৩ সালে শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি, যা শেষ হয় ৪ মার্চ। বেশ কয়েক বছর ধরেই এই পরীক্ষায় প্রশ্নোত্তর দেওয়ার জন্য পরীক্ষার্থীদের সময় দেওয়া হয় ৩ ঘন্টা এবং প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট বেশি সময় দেওয়া হয়।মাধ্যমিক পরীক্ষা পরিচালিত হয় মোট ৮০০ নম্বরে। যার মধ্যে পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে পড়ুয়াদের প্রয়োজন ২৭২ নম্বর।

উল্লেখ্য, এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik 2023 Result) প্রকাশ করার তারিখ আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WEST BENGAL BOARD OF SECONDARY EDUCATION) ঘোষণা না করলেও, অনুমান করা হচ্ছে মে মাসেই প্রকাশ হতে পারে রেজাল্ট। সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (WBBSE)-র সভাপতি রামানুজ গাঙ্গুলী (Ramanuja Ganguly) একটি অনুষ্ঠানে জানান, মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেই মাধ্যমিক ২০২৩ এর ফলাফল বেরোতে পারে।

সাধারণত, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার শীর্ষ ১০ জনের নাম, নম্বর ও বিদ্যালয় ঘোষণা করা হয়ে থাকে শিক্ষা পর্ষদের তরফ থেকে। যা লাইভ দেখানো হয় বিভিন্ন খবরের চ্যানেলে। তবে পরীক্ষার ফলাফল প্রকাশের কিছু সময়ের মধ্যেই বাকি পরীক্ষার্থীরা বাড়ি বসে সহজেই দেখতে পাবেন তাদের রেজাল্ট। কীভাবে? আসুন দেখে নেওয়া যাক।

অনলাইনে মাধ্যমিক ২০২৩ এর ফলাফল দেখার পদক্ষেপ | Steps to Check Madhyamik Result 2023 Online :

  • ধাপ ১. প্রথমে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের অফিশিয়াল ওয়েবসাইট @wbresults.nic.in-এ যান।
  • ধাপ ২. হোম পেজে লিঙ্কটিতে ক্লিক করুন।
  • ধাপ ৩. পরবর্তী পৃষ্ঠা বা পেজে প্রয়োজনীয় বিবরণ যেমন পরীক্ষার্থীদের রোল, নম্বর এবং জন্ম তারিখ প্রভৃতি লিখুন।
  • ধাপ ৪. ওয়েবসাইটে লেখা পরীক্ষার্থীদের বিবরণ দেওয়ার পর 'সাবমিট' (Submit) -এ ক্লিক করুন।
  • ধাপ ৫. এরপর আপনার ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হবে মাধ্যমিক ২০২৩ এর ফলাফল।

পরীক্ষার ফলাফল প্রদর্শিত হওয়ার পর সেখানে রেজাল্টটি ডাউনলোড করারও অপশন পাবেন, যা ক্লিক করে ভবিষ্যতের জন্য আপনি রেজাল্টটি রেখে দিতে পারেন। প্রয়োজনে সেটির প্রিন্টআউটও করে রাখতে পারেন। তবে সেই প্রিন্টআউটকে কিন্তু আসল মাধ্যমিকের ফলাফল হিসেবে গণ্য করা হবেনা। পরীক্ষার্থীর বিদ্যালয় থেকে সংগৃহিত করতে হবে আসল মাধ্যমিক রেজাল্টের হার্ড কপি।

এসএমএসের মাধ্যমে মাধ্যমিক ২০২৩ এর ফলাফল দেখার পদক্ষেপ | Steps to Check Madhyamik Result 2023 Through SMS :

যে শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন না তারা মাধ্যমিক ২০২৩ এর ফলাফল জানতে পারবেন ফোনে এসএমএসের মাধ্যমে।

  • ধাপ ১. আপনার মোবাইল ফোনে এসএমএস অ্যাপ্লিকেশন খুলুন।
  • ধাপ ২. এরপর ৫৬০৭০ (56070) অথবা ৫৬২৬৩ (56263) নম্বরে এসএমএস টাইপ করুন।
  • ধাপ ৩. এসএমএসে লিখুন, WB10 <স্পেস> রোল নম্বর।
  • ধাপ ৪. রোল নম্বরে পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে।
  • ধাপ ৫. এরপর এসএমএসটি পাঠিয়ে দিলেই কিছুক্ষণ পর আপনার ফোনে চলে আসবে রেজাল্ট।

প্রসঙ্গত, ২০২২ সালে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছিল ৩ জুন। রিপোর্ট অনুযায়ী, গত বছর পরীক্ষায় সার্বিক পাসের হার ছিল ৮৬.৬০ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হয় মোট ৮৮.৫৯ শতাংশ ছেলে ও ৮৫ শতাংশ মেয়ে পরীক্ষার্থীরা।